Breaking News

কাশ্মীরে ভয়ঙ্কর অভিজ্ঞতা! উদ্বেগ প্রকাশ করে শাহকে চিঠি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

দেবরীনা মণ্ডল সাহা :- কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কাশ্মীরে গিয়ে ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে হয় | রীতিমত হেনস্থার শিকার ও হন তিনি | ভূস্বর্গের পরিস্থিতি ভয়ঙ্কর জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিচারপতি|এমনকী অতি সাধারণ এক সরকারি কর্মীর মুখ থেকে শুনতে হয়েছিল, “জাহান্নমে যাও!” কাশ্মীরের দ্রাসে গিয়ে স্তম্ভিত হয়েছেন তিনি,সেই সঙ্গে বিচলিত | প্রসঙ্গত, অমিত শাহ ঘোষণা করেছিলেন তিনি কাশ্মীর সমস্যার সমাধান করবেন | তা যে আদৌ হয়নি, তা বিচারপতির ‘হেনস্থা’র চিঠিতেই পরিষ্কার | প্রসঙ্গত, বিগত বেশ কয়েক মাস ধরেই খবরের শিরোনামে থেকেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় | এসএসসি দুর্নীতি মামলায় একের পর এক যুগান্তকারী রায় এবং নির্দেশ দিয়েছেন| অনেক ক্ষেত্রেই তাঁর সেই রায় ডিভিশন বেঞ্চে খারিজ হয়েছে। আবার অনেক সময়ই তাঁর রায়ের বিরুদ্ধে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে আপত্তি জানানো হয়েছে | তবে তিনি তাঁর সিদ্ধান্তে অনড় থেকেছেন| এহেন বিচারপতি এবার ঘুরতে গিয়ে হেনস্থার শিকার হলেন লাদাখে | মঙ্গলবার এজলাসে আইনজীবীদের সঙ্গে আলাপচারিতার সময় নিজের ঘুরতে যাওয়ার অভিজ্ঞতার কথা বলছিলেন বিচারপতি | তিনি জানান, লাদাখের দ্রাসে গিয়ে তিনি পুলিশের কাউকে দেখতে পাননি | সাধারণত, রাস্তা চিনিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কোনও বিচারপতির কনভয়ে জেলা বিচারক এবং পুলিশ থাকে |নিয়ম লঙ্ঘনের জেরে ২৩ কিমি দূরে পুলিশ থানায় নিজেই পৌঁছে যান বিচারপতি গঙ্গোপাধ্যায় | বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, দেশ বিদ্বেষী মনোভাব পোষণ করেন দ্রাসের ওই পুলিশ অফিসার | বিচারপতি জানান, ওয়ার মেমোরিয়াল ঘুরতে চেয়ে তিনি আবেদন করলে তাঁকে বলা হয়, প্রটোকল মেনে সব ব্যবস্থা করা হবে, তবে সেরম কিছুই করা হয়নি | এদিকে সোনমার্গ থানায় এই নিয়ে সাহায্য চান বিচারপতি | তখন নাকি বিচারপতিকে জানানো হয়, গাড়ি খারাপ থাকায় সাহায্য করা সম্ভব নয় | যদিও বিচারপতি দাবি করেন, থানার ২৮টি গাড়ির কোনও একটিও খারাপ ছিল না | বিচারপতি বলেন, ‘ওই পুলিশ অফিসার বলছেন, তুর্তুক আসলে পাকিস্তানের জায়গা | ভারত তা দখল করে রেখেছে | তিনি নিজেও তুর্তুকের বাসিন্দা |’ এমন কি পরে জম্মু ও কাশ্মীরের হাই কোর্ট দেখতে চাইলে সহযোগিতা করা হয়নি| এই পুরো ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেবেন বলে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায় | পাশাপাশি কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতি, তার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও চিঠি দেবেন বলে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *