প্রসেনজিৎ ধর :- রাজ্য সরকারের বিরুদ্ধে রোজই নানা কটাক্ষ করে থাকেন দিলীপ ঘোষ | মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি | এবার ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল | জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে আক্রমণ এমনকি সাধারণ মানুষের কাছে মুখ্যমন্ত্রীকে ছোট করা, অশান্তি করানোর চেষ্টা ইত্যাদি অভিযোগের ওপর ভিত্তি করেই দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে |গত মে মাসের ৩১ তারিখে সকালে দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবারের বাটা পেট্রল পাম্পের কাছ থেকে এক পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার হয় | মৃত পুলিশকর্মী ডায়মন্ড হারবার থানার এএসআই পদে কর্মরত ছিলেন | পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুলিশকর্মীর নাম সমীর দাস | ৫৪ বছর বয়স তাঁর। আদতে হাওড়ার বাসিন্দা সমীর দাস ডায়মন্ড হারবার থানায় কর্মরত ছিলন | তিনি ডায়মন্ড হারবার থানার এএসআই পদে কর্মরত ছিলেন| সোমবার রাতে ডায়মন্ড হারবার থানা এলাকায় সরিষা হাই স্কুলে যাত্রা উৎসবে তাঁর ডিউটি ছিল | ডিউটি দিতে সেখানে গিয়েওছিলেন তিনি | কিন্তু মঙ্গলবার ভোরে ডায়মন্ড হারবার থানার অদূরে বাটা পেট্রোল পাম্পের কাছে আচমকা তাঁর দেহ দেখত পান স্থানীয়রা | পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় সমীর দাসকে পড়ে থাকতে দেখেন তাঁরা | পুলিশের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত চলছে এখনও | আর তার মাঝে ওই ঘটনা নিয়ে দিলীপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বসেন| সেই বিষয় নিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন দিলীপ ঘোষ | তিনি দাবি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে পুলিশও সুরক্ষিত নন | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলকেও কাঠগড়ায় তুলেছিলেন তিনি | আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই পুলিশের দ্বারস্থ ডায়মন্ড হারবারের বাসিন্দা অমিত সাহা | পুলিশ অফিসারের মৃত্যুর তদন্ত চলাকালীন কীভাবে একজন জনপ্রতিনিধি হয়ে দিলীপ ঘোষ, এমন মন্তব্য করলেন! সেই নিয়ে উঠেছে প্রশ্ন| অভিযোগকারী জানিয়েছেন, জনপ্রতিনিধিত্ব হিসেবে নয় স্থানীয় বাসিন্দা হিসেবে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে |
যদিও এই ঘটনা নিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া এখনও মেলেনি |