Breaking News

সীমান্তে রমরমিয়ে গরুপাচার, অমিত‌‌ শাহের বিরুদ্ধে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে, শুনানি চলতি সপ্তাহেই!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- রাজ্যের সীমান্ত দিয়ে গরু পাচার রুখতে কেন্দ্রের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এবার এই ইস্যুতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে | মামলায় যুক্ত করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও | চলতি সপ্তাহে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা | কলকাতা হাইকোর্টে এবার নতুন জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে গরু পাচারকাণ্ডে | এই মামলার পক্ষ করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে | সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে | মামলাকারীর স্পষ্ট প্রশ্ন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ | তাঁর দফতরের অধীনে রয়েছে বিএসএফ–সিআইএসএফ | কিন্তু তাদের নজর এড়িয়ে কীভাবে দিনের পর দিন সীমান্ত দিয়ে গরু পাচারের ঘটনা ঘটে চলেছে?আদালত সূত্রে খবর, রমাপ্রসাদ সরকার নামে এক ব্যক্তি এই নিয়ে মামলা করেন কলকাতা হাইকোর্টে | এই মামলায় তাৎপর্যপূর্ণভাবে পক্ষ করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে | মামলাকারী রমাপ্রসাদ সরকারের অভিযোগ, রাজ্যের সীমান্তবর্তী এলাকা দিয়ে রমরমিয়ে গরু পাচারের অভিযোগ আসছে | সীমান্তের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রের | গত ৪ এপ্রিল নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘কয়লা, গরু পাচারের উৎস অন্যত্র | কয়লা খনিগুলি পাহারা দেয় সিআইএসএফ | সীমান্ত দিয়ে গরু পাচারের বিষয়টি বিএসএফের দেখার কথা | এগুলি কিছুই আমাদের হাতে নেই |’‌ কলকাতা হাইকোর্টে পেশ করা হলফনামায় উল্লেখ করা হয়েছে, সীমান্তে যদি সত্যিই নিরাপত্তা থেকে থাকে তাহলে এই পাচার কেন আটকানো যাচ্ছে না?‌ তাই স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে | চলতি সপ্তাহে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *