দেবরীনা মণ্ডল সাহা :- কুড়মি জনজাতিকে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবিতে পুরুলিয়ায় রেল ও রাজ্য সড়ক অবরোধ করল এই জনজাতির মানুষজন। মঙ্গলবার বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশায় রেল অবরোধের ডাক দিয়েছে কুড়মি জনজাতির বিভিন্ন সংগঠন। পূর্ব ঘোষিত সেই কর্মসূচি মেনে এদিন পুরুলিয়ায় রেল অবরোধে সামিল হন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানান আন্দোলনকারীরা। রেল অবরোধের জেরে সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।জায়গায় জায়গায় চলছে রেল অবরোধ। ঝাড়গ্রাম, পুরুলিয়া, খড়্গপুরে রেল অবরোধে সামিল হয়েছেন কুড়মি সম্প্রদায়ের মানুষ। রেল লাইনের উপর বসে পড়েছেন তাঁরা। অবরোধের জেরে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। বহু ট্রেন বাতিল করা হয়েছে। কুড়মি জাতীকে তফশিলি তালিকাভুক্ত করার দাবিতে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় অনির্দিষ্টকালের জন্য রেল রোকো ও রাস্তা অবরোধের ডাক দিয়েছে ছোটনাগপুর কুড়মি মাহাতো সমাজ সংগঠন। সেই মতো মঙ্গলবার সকাল থেকে দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের অন্তর্গত পুরুলিয়া-আদ্রা রেল শাখার মাঝখানে কুস্তাউর স্টেশন অবরোধ করেন কুড়মি মাহাতো সমাজের সদস্যরা। রেল স্টেশনে হাজার হাজার মানুষ জমায়েত করেন। রেল লাইনের উপর বসে পড়েন। ধামসা মাদল নিয়ে রেল লাইনের উপর দাঁড়িয়ে পড়েছেন তাঁরা।শুধু পুরুলিয়ায় নয় মঙ্গলবার ওই একই দাবিতে পশ্চিম মেদিনীপুরেও রেল অবরোধ করে কুড়মি জনজাতির বিভিন্ন সংগঠন। এদিন খড়গপুর শাখার খেমাশুলি স্টেশনে সকাল ৬টা থেকে রেল অবরোধ শুরু হয়। আটকে পড়ে ২টি লোকাল ট্রেন ও মালগাড়ি। স্টেশন লাগোয়া ৬ নম্বর জাতীয় সড়কও অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। এই বিক্ষোভ নিয়ে আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিতপ্রসাদ মাহাতো জানান, কুড়মি জনজাতিকে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে এই আন্দোলন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রেল ও সড়ক অবরোধ চলবে বলেও জানান তিনি।ঝাড়গ্রামের খেমাশুলিতেও চলছে রেল অবরোধ ও জাতীয় সড়ক অবরোধ। অবরোধে সামিল হয়েছেন আদিবাসী কুড়মি সমাজের মানুষরা। খড়্গপুর গ্রামীণ এলাকার খেমাশুলি রেল স্টেশনে অবরোধে সামিল হয়েছেন বিক্ষোভকারী। অবরোধ করা হয়েছে ৬ নম্বর জাতীয় সড়কও। অবরোধের জেরে খড়্গপুর-টাটা ডিভিশনে সমস্ত আপ ও ডাউন ট্রেন দাঁড়িয়ে পড়ে।