প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোররাতে ক্যামাক স্ট্রিটের এক পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড। যে পানশালায় আগুন লেগেছে সেটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বিপরীতেই অবস্থিত। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকলের তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
জানা গিয়েছে, পানশালা বন্ধ হয়ে যাওয়ার পরে সেখানে আগুন লাগে। যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তখন পানশালায় কোনও কর্মী উপস্থিত ছিলেন না। ওই পানশালার পিছনেই রয়েছে বেশি কিছু বাড়ি। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। কর্মীরা এসে প্রথমে দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় তা সম্ভব হয়নি। বাইরে থেকেই আগুন নেভানোর কাজ চলে। পানশালায় একটি ঘরে প্রচুর পরিমাণে মাদক মজুত ছিল। সেই ঘরে আগুন পৌঁছে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে ভোরের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিছু ‘পকেট ফায়ার’ ছিল, তা নেভানোর কাজ চালিয়ে যান দমকল কর্মীরা। এরপর ‘কুলিং’ শুরু করেন তাঁরা। এদিকে অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। দমকল তা নিয়ে তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিক ভাবে অনুমান, এসি বা রান্নাঘর থেকেই এই আগুন লেগে থাকতে পারে। পানশালাতে পানীয় মজুত থাকায় ভিতরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে পানশালা বন্ধ থাকায় বড়সড় বিপদ থেকে রক্ষা মিলেছে।