Breaking News

পার্থ-অর্পিতার বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ ১০৩ কোটি!এসএসসির দুর্নীতি মামলায় উল্লেখ ইডির চার্জশিটে

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ৫৮ দিনের মাথায় এসএসসি দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট ইডির । তাতে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। সূত্রের খবর,চার্জশিটে ‘অপা’র মোট ১০৩ কোটির সম্পত্তির খতিয়ান দিয়েছে ইডি। গত ২৩ জুলাই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে৷ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে সবমিলিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়৷ নিয়ম মতো গ্রেফতারির ৬০ দিনের মধ্যে চার্জশিট জমা দিতে হয়৷ ফলে, নির্দিষ্ট সময়ের মধ্যেই ইডি পার্থ এবং অর্পিতার বিরুদ্ধে চার্জশিট জমা দিল৷ইডি সূত্রে খবর, পার্থ এবং অর্পিতা দু’ জনের বিরুদ্ধেই আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের তিন এবং চার নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে৷ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামে যে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে, তারও উল্লেখ রয়েছে ইডি-র চার্জশিটে৷ গত ২২ জুলাই বিকেলে অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রথম টাকা উদ্ধারের কথা জানা যায়। এর পর পার্থ ও অর্পিতাকে গ্রেফতার করে ইডি। ক্রমশ শিক্ষক নিয়োগ দুর্নীতির পরত খুলতে থাকেন গোয়েন্দারা। ৫ দিন পর অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় আরও টাকা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এর মধ্যে রয়েছে অর্পিতার ২টি ফ্ল্যাট থেকে উদ্ধার ৫০ কোটি টাকাও। সোমবারই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ-অর্পিতার বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ ইডির গোয়েন্দাদের| সোমাবার বেলা পৌঁনে তিনটে নাগাদ দুটি ট্রাঙ্কে নথি নিয়ে ব্যাঙ্কশাল আদালতে পৌঁছন ইডি আধিকারিকরা। বেলা সওয়া তিনটে নাগাদ চার্জশিট পেশ করে ইডি | ইডি সূত্রে খবর, টালিগঞ্জ ও বেলঘরিয়ার অর্পিতার ২টি ফ্ল্যাট থেকে ৪৯ কোটি টাকা উদ্ধার হয়েছে। এছাড়া উদ্ধার হয়েছে ৫ কোটির সোনা। এছাড়া পার্থ ও অর্পিতার নামে রাজ্যে মোট ৪০টি সম্পত্তির খোঁজ পাওয়া গিয়ছে। যার মোট মূল্য ৪০.৩৩ কোটি টাকা। অর্পিতা ও পার্থর ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে ৭.৮৯ কোটি টাকা। সব মিলিয়ে ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। গত ২২ জুলাই বিকেলে অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রথম টাকা উদ্ধারের কথা জানা যায়। এর পর পার্থ ও অর্পিতাকে গ্রেফতার করে ইডি। ক্রমশ শিক্ষক নিয়োগ দুর্নীতির পরত খুলতে থাকেন গোয়েন্দারা। ৫ দিন পর অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় আরও টাকা। সব মিলিয়ে টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ৫০ কোটি। পার্থ ও অর্পিতাকে জেরা করে এর পর প্রায় রোজই নতুন সম্পত্তি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেতে থাকেন গোয়েন্দারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *