দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- স্বস্তি বাড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। শুক্রবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, বুধবার এমনই নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট। অর্থাৎ শুক্রবার পর্যন্ত মানিককে গ্রেফতার করতে পারবে না সিবিআই।পর্ষদের সভাপতি পদ থেকে তাঁকে অপসারিত করার যে সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট নিয়েছিল সেই সিদ্ধান্তকে পালটা চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক। বুধবার ছিল সেই মামলারই শুনানি। তাতেই আদালতের নির্দেশ, শুক্রবার পর্যন্ত মানিক ভট্টাচার্যের বিরদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। তবে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ নিয়ে কোনও পর্যবেক্ষণ দেয়নি বা কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপও করেনি আদালত।পর্ষদের সভাপতি পদ থেকে তাঁকে অপসারিত করার যে সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট নিয়েছিল সেই সিদ্ধান্তকে পালটা চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক। বুধবার ছিল সেই মামলারই শুনানি। তাতেই আদালতের নির্দেশ, শুক্রবার পর্যন্ত মানিক ভট্টাচার্যের বিরদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। তবে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ নিয়ে কোনও পর্যবেক্ষণ দেয়নি বা কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপও করেনি আদালত।প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে মঙ্গলবারই সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই দিন রাত ৮টার মধ্যে তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এমনিক তদন্তে অসহযোগিতা করলে সিবিআই মানিককে নিজেদের হেফাজতেও নিতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের পর সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি পান মানিক ভট্টাচার্য। বর্তমানে দিল্লিতে বঙ্গভবনে রয়েছেন মানিক। বঙ্গ ভবনের ৫১২ নম্বর রুমে রয়েছেন তিনি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণে জানান, ‘২০ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট ছিল। তার মধ্যে ১২.৯৫ লক্ষ ওএমআর শিট নষ্ট করা হয়েছে। কোন কোন পরীক্ষার্থীর ওএমআর শিট নষ্ট করা হয়েছে, তা জানাতে ব্যর্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ।’