Breaking News

আদালতে ফের জামিন চাইলেন পার্থ চট্টোপাধ্যায়,মায়ের সঙ্গে কথা বলতে চাই বলে কেঁদে ফেললেন অর্পিতা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বারবার জামিনের আবেদন জানিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে মেলেনি জামিন। বুধবারেও ফের তিনি আবেদন জানালেন জামিনের। চাইলেন ‘হেল্প’। অন্যদিকে, কাঁদলেন অর্পিতা মুখোপাধ্যায়। এদিন পার্থ ও অর্পিতা আদালতে হাজিরা দিয়েছিলেন। অবশ্য প্রাক্তন শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন ভার্চুয়ালি।এদিন আদালতে অর্পিতা বলেন, ‘আমার মায়ের বয়স ৭০ বছর। মায়ের সঙ্গে কথা বলতে চাই। জেলে আবেদন করেছিলাম। কিন্তু গ্রাহ্য হয়নি। একথা বলতে বলতে কেঁদে ফেলেন তিনি।’ বিচারক জানতে চান, ‘মা কি তার সঙ্গে জেলে এসে দেখা করতে পারবেন?’ জবাবে অর্পিতা বলেন, আমি মায়ের সঙ্গে ফোনে কথা বলতে চাই। বলে রাখি, বরানগরের বাসিন্দা অর্পিতাদেবীর মা মিনতি মুখোপাধ্যায়। বয়সের ভারে প্রায় অচল তিনি। দোতলার একটি ঘরে থাকেন তিনি। সেখানে আবার উঠতে হয় মইয়ের মতো একটা সিঁড়ি দিয়ে।এদিন ফের শারীরিক কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতকে জানান যে কোনও শর্তে জামিন পেতে রাজি তিনি। পার্থর দাবি, ৬৫ দিন ধরে তিনি জেলবন্দি রয়েছেন। তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ করে চার্জশিট পেশ করেছে ইডি। তাঁকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। দল থেকে সাসপেন্ড করা হয়েছে। ফলে তিনি আর প্রভাবশালী নন। তাই তাঁকে জামিন দেওয়া হোক। সঙ্গে জেলে চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো নেই বলেও ভিডিয়ো কনফারেন্সিংয়ে দাবি করেন তিনি।পালটা ইডির তরফে জানানো হয়, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এখনও তদন্ত বাকি। তাঁর আরও ২টো শেল কোম্পানির খোঁজ পাওয়া গিয়েছে। যার ডিরেক্টর পার্থর জামাই ও তাঁর মামা। এছাড়া পাটুলিতে পার্থর স্ত্রীর স্মৃতিরক্ষায় তৈরি সংস্থার নামে ১৮ কাটা জমি পাওয়া গিয়েছে। ইডির তরফে জানানো হয়েছে, এখনো পর্যন্ত ১০৩ কোটি টাকার হিসাব পেশ করা হয়েছে। তবে সব মিলিয়ে হিসাব ১৫০ কোটি ছাড়াতে পারে। তাই পার্থর জামিনের আবেদন খারিজ করা হোক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *