Breaking News

মন্ত্রীর আশ্বাসে মিটল সংকট!অবশেষে দক্ষিণবঙ্গ পরিবহন পরিষেবা স্বাভাবিক হল, হাসি ফুটল যাত্রীদের মুখে

প্রসেনজিৎ ধর :- অবশেষে ধর্মঘট প্রত্যাহার করলেন দক্ষিণবঙ্গ পরিবহনের অস্থায়ী কর্মীরা। হাসি ফুটল যাত্রীদের মুখে। দীর্ঘ ৬ দিন পর স্বাভাবিক হল পরিষেবা। অস্থায়ী কর্মীরা জানিয়েছেন, দাবি পূরণের আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। তাই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।যদিও ২৬ দিন কাজের দাবি মানা হয়নি। তবে বাকি বকেয়া মেটানোর বিষয়ে পুজোর পর বসে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তাই তাঁর কথা রাখতে ও মানুষ যাতে পুজোর সময় সমস্যায় না পড়েন, সেইজন্য আপাতত ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল বলে জানিয়েছেন অস্থায়ী কর্মীরা। বুধবার সকাল থেকেই সরকারি ডিপো থেকে স্বাভাবিক হয় বাস চলাচল। স্বস্তির নিঃশ্বাস ছাড়েন যাত্রীরাও।অস্থায়ী কর্মীদের দাবি ছিল, ২৬ দিনের কাজের নিশ্চয়তা দিতে হবে রাজ্যকে। মেটাতে হবে বকেয়া। আরও দাবি, সমকাজে সমবেতন, বার্ষিক বেতন বৃদ্ধি, বেতন সহ ছুটি এবং ছাঁটাই করা অস্থায়ী কর্মীদের পুনর্নিয়োগ, নির্ধারিত রুট চালু করার। মন্ত্রীর আশ্বাস, পুজোর পরে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী বলেছিলেন, পুজোর আগে ধর্মঘটের ফলে অনেক যাত্রী সমস্যায় পড়ছেন। এই মুহূর্তে ধর্মঘট করা ঠিক নয়। বলেছিলেন, সমস্ত দাবি নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে। তারপরে এসবিএসটিসি’র প্রায় ৭২২ জন কর্মী কাজে যোগ দিলেন। গতকাল থেকেই পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল। তবে বুধবার দেখা গেল কলকাতা- পুরুলিয়া, কলকাতা- ঝাড়গ্রাম, কলকাতা- মেদিনীপুর, কলকাতা- কাঁথি, দুর্গাপুর- বাঁকুড়া, ঝাড়গ্রাম- বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে আপ ও ডাউনে পরিষেবা স্বাভাবিক হতে শুরু করেছে। চলাচল করছে বাস।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *