দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআইয়ের আইনজীবী অনুপস্থিত থাকায় অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের আইনজীবীকে বলেন, এই মামলাগুলো সিবিআইয়ের বাড়তি গুরুত্ব দিয়ে দেখা উচিত।প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে সিবিআইয়ের আইনজীবীর অনুপস্থিতি নিয়ে বিস্ময় প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার তাঁর মন্তব্য, “সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের মামলায় সিবিআইয়ের আইনজীবী ছিলেন না! এই ধরনের গুরুত্বপূর্ণ মামলায় এটা খুব সন্তোষজনক নয়।” এই প্রসঙ্গেই সিবিআইয়ের আইনজীবীকে বিচারপতি বলেন, “সিবিআই আধিকারিকদের বলুন এই মামলাটি গুরুত্ব দিয়ে দেখতে।”১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যর মামলায় উপস্থিত ছিলেন না সিবিআই-এর আইনজীবী। সিবিআই-এর আইনজীবীর অনুপস্থিতি নথিবদ্ধ রয়েছে নির্দেশনামায়। নির্দেশনামা দেখে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।” মামলায় ২৬ পৃষ্ঠার রিপোর্ট জমা দিয়েছে সিবিআই”,আদালতে জানালেন সিবিআইয়ের আইনজীবী। যদিও এই রিপোর্ট অসম্পূর্ণ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে ৬ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির সম্ভবনা। গত ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে মানিক সংক্রান্ত মামলায় শুনানির দিন ধার্য করা হয়। সেই সময় সিবিআই রিপোর্ট জাম দিলেও, তাকে অসম্পূর্ণ বলে উল্লেখ করেন বিচারপতিরা। একই সঙ্গে, নির্দেশনামায় বলা হয়েছিল, ১৮ নভেম্বর সিবিআই-এর তরফে কেউ সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন না। বুধবার সেই অংশটুকু দেখার পরই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআই বিশেষ গুরুত্ব দিয়ে মামলা দেখছে না বলে মন্তব্য করেন। এদিন স্পষ্ট করে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, এই মামলাগুলি কলকাতা হাইকোর্টের সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে। এই মামলাগুলির বিশেষ গুরুত্ব রয়েছে। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে তদন্ত হচ্ছে। তাই মামলাগুলিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত সিবিআই-এর। নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের ভূমিকায় বারবার প্রশ্ন তুলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকী নিজের তৈরি করা সিট ভেঙে নতুন সিট গঠন করেছেন তিনি। বদলে দিয়েছেন সিটের প্রধানকে।