Breaking News

বকেয়া ডিএ-র দাবিতে রাস্তায় সরকারি কর্মচারীরা!সরকারি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে ধুন্ধুমার ধর্মতলা চত্বর

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ডিএর দাবিতে রাস্তায় সরকারি কর্মচারীরা। তাদের বিধানসভা অভিযানকে ঘিরে ধুন্ধমার পরিস্থিতি ধর্মতলা চত্বর। পুলিশের ব্যারিকেড ভেঙে সরকারি কর্মচারীরা বিধানসভার দিকে এগোতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেধে যায়। সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন আজকের বিক্ষোভে সামিল হন। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে বুধবার রাজ্য সরকারি কর্মচারী যৌথ মঞ্চের সদস্যরা পথে নামেন। রানি রাসমণি অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সরকারি কর্মীরা। তবে তাঁদের মিছিল আটকে দেওয়া হয়। পুলিশ ও সরকারি কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। ধস্তাধস্তিও শুরু হয়। মুহূর্তের মধ্যে ব্যারিকেড ভেঙে এগিয়ে যান সরকারি কর্মীরা। কার্যত দৌড়ে বিধানসভার সামনে পৌঁছন তাঁরা। সেখানে ১৪৪ ধারা জারি থাকায় তাঁদের বাধা দেয় পুলিশ। আরও একবার পুলিশ ও সরকারি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি ক্রমেই রণক্ষেত্রের চেহারা নেয়। কলকাতা পুলিশের ডিসি সাউথের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আন্দোলনকারীদের দাবি, টেনেহিঁচড়ে তাঁদের প্রিজন ভ্যানে তোলা হয়। আন্দোলনকারীদের পুলিশ ঘুষি মারে বলেও অভিযোগ।বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কোনওক্রমে সরকারি কর্মচারীদের বিধানসভার সামনে থেকে সরায় পুলিশ। সরকারি কর্মচারী সংগঠনের এক নেতা বলেন, ‘আদালত ঘোষণা করেছে ডিএ আমাদের অধিকার। তার পরও আমাদের ডিএ দিচ্ছে না রাজ্য সরকার। ডিএ চাইলে আমাদের সঙ্গে পশুর মতো ব্যবহার করছে পুলিশ। আমরা কেন্দ্রীয় হারে ডিএ চাই। আমাদের অধিকার আমরা আদায় করে ছাড়ব।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *