দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- এসএসসি নিয়োগ দুর্নীতিতে সংস্থার ২ প্রাক্তন চেয়ারম্যানসহ ৬ জনকে তলব করল সিবিআই। তদন্তকারী সংস্থার তলব পেয়ে সোমবার সকালে নিজাম প্যালেসে পৌঁছেছেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল ও প্রদীপকুমার সুর। সঙ্গে সুবীরেশ ভট্টাচার্যের নির্দেশে কাজ করতেন এসএসসি-র এমন ৪ আধিকারিককেও তলব করেছে সিবিআই। তারাও পৌঁছেছেন নিজাম প্যালেসে। সোমবার সাত সকালেই কমিশনের দুই প্রাক্তন সভাপতি ও ওই ৪জন কর্মীকে নিজাম প্যালেসে ডেকে পাঠায় সিবিআই। এই দুইজনকেই সুবীরেশবাবুর মুখোমুখি বসিয়ে জেরা করবেন সিবিআই আধিকারিক। দু’দিন আগেই এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরশকে দ্বিতীয়বার হেফাজতে নিয়েছে সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতকে জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আর্জির প্রেক্ষিতেই সুবীরেশকে পাঁচদিনের জন্য সিবিআই হেফাজতে পাঠানো হয়। মনে করা হচ্ছে, সুবীরেশকে তাঁর পূর্বসূরি দুই প্রাক্তন চেয়ারম্যানের মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা তখনই ছিল সিবিআইয়ের। কারণ, তদন্তে এ ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তখনই হাতে এসেছিল তদন্তকারীদের। এদিন স্কুল সার্ভিস কমিশনের যে ২জন প্রাক্তন সভাপতিকে সিবিআই নিজাম প্যালেসে ডেকে পাঠায় তাঁরা হলেন চিত্তরঞ্জন মণ্ডল এবং প্রদীপ কুমার শূর।সোমবার দুপুরে সিবিআই দফতরে পৌঁছন চিত্তরঞ্জনবাবু। সেখানে ঢোকার সময় তিনি সাংবাদিকদের জানান, বেশ কিছু প্রশ্ন তাঁকে করেছেন গোয়েন্দারা। এদিন দুপুরে সুবীরেশকে মেডিক্যাল পরীক্ষা করাতে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যান সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, সেখান থেকে ফেরার পর তাকে প্রদীপ সুরের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত শনিবার সুবীরেশ ভট্টাচার্যকে সিবিআই হেফাজতে পাঠায় আলিপুর আদালত। তার আগে নবম – দশম নিয়োগ দুর্নীতিতে সুবীরেশকে গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। গ্রেফতারির পর থেকেই সুবীরেশ তদন্তে অসহযোগিতা করে আসছেন বলে দাবি তদন্তকারী সংস্থাগুলির। নবম – দশম নিয়োগে কী করে সাদা খাতার নম্বর বাড়িয়েছেন সুবীরেশ তা ইতিমধ্যে প্রকাশ্যে এনেছেন তদন্তকারীরা।