প্রসেনজিৎ ধর, কলকাতা :- দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে অনুব্রত মণ্ডলের বড় ধাক্কা। অনুব্রত মণ্ডলকে দিল্লি আনতে প্রোডাকশন ওয়ারেন্ট পেল ইডি | সোমবার আদালতের নির্দেশ, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা সওয়াল করে বলেন, গরুপাচার মামলা রয়েছে পশ্চিমবঙ্গে। তবে কেন দিল্লি নিয়ে গিয়ে জেরা?ইডির পক্ষ থেকে বলা হয়েছিল, অনুব্রতের দেহরক্ষী সায়গলকে দিল্লি নিয়ে এসে জেরা করা হচ্ছে। একই মামলায় নাম জড়িয়েছে দু’জনের। তাই অনুব্রতকেও দিল্লিতেই জেরা করতে চায় ইডি। দু’ই পক্ষের শুনানির পরে আদালতের রায়ে প্রোডাকশন ওয়ারেন্ট পায় ইডি।গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রত এখন আসানসোল সংশোধনগারে বন্দি। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁকে দিল্লিতে এনে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেও আসানসোল সংশোধনগার কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁদের কাছে এই অর্ডারের কোনও কপি এসে পৌঁছয়নি। ইডি সূত্রে খবর, মঙ্গলবার অর্ডারের নথি এসে পৌঁছতে পারে। আসানসোল জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, নির্দেশ এলেই অনুব্রতকে দিল্লির আদালতে তোলার ব্যবস্থা করা হবে বলে জানিয়ে দিয়েছে তারা।তবে এই প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, ইডি প্রথম থেকেই চেয়েছিল অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে। সেকথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আগে দাবি করেছিলেন বিজেপি নেতৃত্ব। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, আদালতের নির্দেশে পূর্ণ আস্থা আছে। তারপরেই কুণালের প্রশ্ন, কেন্দ্রীয় এজেন্সির পরিকল্পিত চিত্রনাট্য নয় তো এটা?
Hindustan TV Bangla Bengali News Portal