Breaking News

ভাষা বিতর্কে শুভাপ্রসন্নকে ফের খোঁচা কুণাল ঘোষের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সরকার বা শাসকদলের যেকোনও অনুষ্ঠানে হাজির থাকেন প্রবীণ চিত্রকর শুভাপ্রসন্ন। ভাষা দিবসের দিনও উপস্থিত ছিলেন। মঞ্চে বক্তব্যও পেশ করেন। আর তারপর থেকেই বিতর্ক শুরু। গত মঙ্গলবার শুভাপ্রসন্ন তাঁর ভাষণে বাংলা ভাষায় ‘পানি’ বা ‘দাওয়াত’-এর মতো শব্দের অনুপ্রবেশ নিয়ে তাঁর উদ্বেগ এবং অনুযোগের কথা বলেছিলেন। মঞ্চ থেকে শুভাপ্রসন্নকে ‘শ্রদ্ধা’ জানিয়েও মমতা বলেন, তিনি প্রবীণ শিল্পীর সঙ্গে একমত নন। ভাষার প্রবেশেই ভাষার ভান্ডার বৃদ্ধি হয়।

বুধবারের পর বৃহস্পতিবারও চিত্রশিল্পীকে কড়া ভাষায় জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পালটা জবাব দিলেন শুভাপ্রসন্নও।এদিন কুণাল বলেন, “শুভাদা এটা নিয়ে অনেক বাড়াবাড়ি করছেন। অকারণ বিতর্ক তৈরি করছেন। দলের তরফ থেকে কেউ ওনার সঙ্গে কথা বলুন। আমার মনে হয় ওনার কোনও জমি বা কমিটিতে জায়গা দরকার। তাই এসব বলছেন। নিজের সংস্থার নাম রেখেছেন আর্টস একর। সেখানে তো বাংলা ভাষায় লেখেননি। কেন এরকম বলছেন? উনি আমাদের দলের কেউ নন। দলের শুভানুধ্যায়ী। দলের তরফ থেকে ওনার সঙ্গে কথা বলা হোক, ওনার বাড়তি কোনও জমি দরকার কিনা বা কমিটি দরকার কিনা?” পালটা জবাব দিতে ভোলেননি চিত্রশিল্পীও। তিনি বলেন, “আমি জমি দিয়ে কী করব? আমার অনেক জায়গা আছে। আমার ছবি ১০ লক্ষ টাকায় বিক্রি হয়। এই তো কয়েকদিন আগে আমার আঁকা মহাভারত সিরিজের প্রদর্শনী হয়ে গেল।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *