Breaking News

দেড়শো বছর পার কলকাতার ট্রাম! বিবর্তনের ট্রাম-প্যারেড দেখবে শহর কলকাতা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আজ শুক্রবার দেড়শো বছরে কলকাতার ট্রাম | সেই উপলক্ষে আগামী রবিবার শহরে হবে ট্রাম প্যারেড । শহরজুড়ে ঘুরবে। গড়িয়াহাট থেকে ধর্মতলা পর্যন্ত এই ট্রাম প্যারেডের আয়োজন করেছে ‘ট্রাম যাত্রা’ নামে ট্রামপ্রেমী সংগঠনের তরফে।সাত-আটটি ট্রাম ঘুরবে। এই সংগঠনটিকে সহযোগিতা করছে রাজ্য পরিবহন দফতর।১৯৩০ সালের। ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়। আজ শুক্রবার তার ১৫০তম জন্মদিন। সেই উপলক্ষেই আগামী রবিবার শহরে হবে ট্রাম প্যারেড।দেড়শো বছর আগে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলেছিল শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত। ৩.৯ কিলোমিটার পথ ট্রাম শহরের পরিবহণে তৈরি করেছিল ইতিহাস। এই ট্রামের সঙ্গেই জড়িয়ে আছে কলকাতার আবেগ, শহরের ভালবাসা। ঠিক যেন চলমান নস্ট‌্যালজিয়া। শহরে গতি এসেছে। যানবাহন বেড়েছে। আর সেই ভিড়েই হারিয়ে গিয়েছে পরিবেশবান্ধব ট্রাম। এখন মাত্র দু’টি রুটে সে নিজের অস্তিত্ব প্রমাণ দিচ্ছে।

তাই তার জন্মদিনেও যেন কিছুটা মন খারাপ ট্রামপ্রেমী মানুষের। সম্প্রতি বিধনসভায় স্পিকার বিমান বন্দোপাধ্যায় ট্রামের জন্মদিনের প্রসঙ্গটি উল্লেখ করে জানান, ট্রামের সঙ্গে বহু মানুষের আবেগ জড়িয়ে আছে। কলকাতার ঐতিহ্য এটা। তাই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে বলেন, ‘‘শহরে ট্রাম যেন স্বমহিমায় থাকে। উঠে না যায়।’’ ফিরহাদও সে বিষয়ে আশ্বাস দিয়েছেন।আজ থেকে আগামী এক সপ্তাহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ট্রামপ্রেমী সংগঠনের পক্ষ থেকে। সেইমতো সাজছে ট্রাম। নোনাপুকুর ট্রাম ডিপোয় পড়ে থাকা প্রায় ১০০ বছরের পুরনো ট্রামও রবিবার দেখা যাবে শহরের রাস্তায়। ‘কলকাতা-মেলবোর্ন ট্রামযাত্রা’র তরফে হবে চলমান ট্রাম উৎসব। সেখানে থাকবেন মেলবোর্নের ট্রামপ্রেমীরাও। থাকবেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে ট্রামের প্রাক্তন কন্ডাক্টর-চালক রবার্তো দি আন্দ্রেয়া। ‘ট্রামযাত্রার’ আর্টিস্টিক ডিরেক্টর মহাদেব শী বলেন, ‘‘ট্রামের দেড়শো বছর উপলক্ষে আমরা অনেক অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রাচীন থেকে আধুনিক ট্রামের বিবর্তন থাকবে ট্রাম প্যারেড অনুষ্ঠানে।’’দেড়শো বছর আগে ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলেছিল কলকাতায়। শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত চলেছিল সেই ট্রাম। সেদিনই ইতিহাসে নাম তুলেছিল তিলোত্তমা। ট্রামের সঙ্গেই জড়িয়ে আছে কলকাতার আবেগ, ভালবাসা ও ঐতিহ্য।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *