দেবরীনা মণ্ডল সাহা :- মঙ্গলবার মধ্যরাতে অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গরুপাচার কাণ্ডে আগামী ১০ মার্চ পর্যন্ত তাঁকে ইডি হেফাজতের নির্দেশ দেন রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক রাকেশ কুমার। গতকাল প্রথমে অনুব্রতকে ভার্চুয়াল পেশ করা হয়। এরপর বিচারকের বাড়িতে বসে এজলাস।মঙ্গলবার সকালে শারীরিক পরীক্ষার পরই অনুব্রতকে দিল্লি নিয়ে যায় ইডি । দিল্লি পৌঁছনোর পরই বিচারক রাকেশ কুমারের এজলাসে শুনানির আবেদন জানায় ইডি। বুধবার হোলি উপলক্ষে আদালত ছুটি। তাই মঙ্গলবার রাতেই রাকেশ কুমারের এজলাসে ভার্চুয়ালি হাজির করা হয় অনুব্রতকে। রাতেই শুরু হয় সেই শুনানি। কিন্তু পরে সিদ্ধান্ত হয়, দুপক্ষই বিচারকের বাড়ি যাবে। সেখানেই বসবে এজলাস। সেই মতো অনুব্রতকে রাকেশ কুমারের বাড়ি নিয়ে যান ইডি আধিকারিকেরা।মঙ্গলবার মধ্যরাতে অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট|
মঙ্গলবার অনুব্রত মণ্ডলকে কলকাতা থেকে দিল্লি নিয়ে যাওয়ার পর রাত সাড়ে ১১ টা নাগাদ তাঁকে রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক রাকেশ কুমারের এজলাসে ভার্চুয়ালি পেশ করে ইডি। তবে ভার্চুয়ালি শুনানি প্রক্রিয়া বেশিক্ষণ চলেনি, রাতেই কেষ্টকে নিয়ে বিচারকের বাড়িতে পৌঁছে যান ইডির গোয়েন্দারা। রাত ১টা নাগাদ অনুব্রতকে নিয়ে দিল্লির অশোকবিহারে বিচারক রাকেশ কুমারের বাড়িতে পৌঁছন ইডির আইনজীবী ও আধিকারিকরা। সেখানে সশরীরে অনুব্রতকে পেশ করে শুনানি শুরু হয়। ইডির তরফে কেষ্টকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। দু পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক কেষ্টকে আগামী ১০ মার্চ পর্যন্ত অর্থাৎ তিন দিনের জন্য ইডি হেফাজতের নির্দেশ দেন।একইসঙ্গে বিচারক নির্দেশ দেন, গরু পাচার মামলায় অভিযুক্ত কেষ্টর প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। পাশাপাশি প্রতিদিন তাঁকে তাঁর আইনজীবীর সঙ্গে আধ ঘন্টা সময় ধরে কথা বলতে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারক।