প্রসেনজিৎ ধর, কলকাতা :- হরিদেবপুরের জীবনমোহিনী ঘোষ পার্কে রাস্তার ধার থেকে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সকালে অর্জুন দাস নামে ওই যুবককে গ্রেফতার করেছে তদন্তকারীরা। মূল অভিযুক্ত অরুণাভ পাত্রকে জেরা করে অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মহিলার দেহ উদ্ধারের পর রাতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে হানা দিয়ে অরুণাভ পাত্র নামের একজনকে গ্রেফতার করে।
এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বাসিন্দা অর্জুন দাসের হদিশ পান তদবন্তকারীরা। বুধবার সকালে দত্তপুকুরে হানা দিয়ে অর্জুনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডালিয়াকে শ্বাসরোধ করে খুন করেছে অরুণাভ পাত্র। জেরায় এমনটাই জানিয়েছে সে। এরপর দেহ লোপাটের জন্য অর্জুনকে ফোন করে অরুণাভ। সেই মতো দুজনে দোলের দিন মঙ্গলবার ভোরে ডালিয়ার দেহ নিয়ে হরিদেবপুরে ফেলে রেখে যায়। অরুণাভর কাছ থেকে করে উদ্বার হয়েছে একটি ওড়না ও নিহত ডালিয়া চক্রবর্তীর জুতো। উদ্ধার হুয়া ওড়না দিয়ে মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে।স্বামীকে পাঠানো ডালিয়ার লোকেশন ট্র্যাক করে তাঁর ফোন উদ্ধার করে পুলিশ। আর সেই ফোনের কল রেকর্ডই খুনির সন্ধান দেয়। মঙ্গলবার রাতেই গ্রেফতার করা হয় অরুণাভকে। পুলিশ সূত্রে খবর, এই অরুণাভর কাছেই চার হাজার টাকা আনতে গিয়েছিলেন ডালিয়া। তাকে জেরা করে অর্জুনের নাম জানতে পারে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal