Breaking News

মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে এখনই অবমাননার মামলা করার অনুমতি মিলল না আদালতের!আদালতে ধাক্কা খেল বিকাশ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা হাইকোর্টের আইনজীবী হয়েও সেখানেই বড় ধাক্কা খেয়ে গেলেন বাম সাংসদ তথা আইনজীবী ভট্টাচার্য | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে হাইকোর্টকেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার আর্জি জানিয়েছিলেন বিকাশবাবু। কিন্তু সেই আর্জিতে সাড়া দিল না আদালত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, বিষয়টি তাঁরা বিবেচনা করে দেখবেন। এখনই এই নিয়ে মামলা দায়ের করার প্রয়োজন নেই। আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস।

এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার বিষয়ে অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। আজ, বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, বিষয়টি তারা বিবেচনা করে দেখবেন। কারণ এই মন্তব্য সরাসরি আদালত অবমাননা কিনা সেটা ভাববার আছে। যদিও আদালতের দৃষ্টি আকর্ষণ করে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, ‘আদালতের নির্দেশের পরেও চাকরি বাতিল নিয়ে যে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তা আদতে নিয়োগ দুর্নীতিতে সুবিধাভোগীদের সমর্থন করা বোঝায়।’‌ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের কাছে আবেদন জানান, আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এই অবমাননার মামলা করুক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। কিন্তু আদালত বিকাশবাবুকে সরাসরি আজ পরামর্শ দেয়, চাইলে তিনি হলফনামা জমা দিতে পারেন। তবে তারপর আদালত ঠিক করবে, মামলা গ্রহণ করা হবে কি না। অর্থাৎ কার্যত তাঁর যুক্তি এখনই খারিজ হয়ে গেল বলে মনে করা হচ্ছে। কারণ বেশ কয়েকজন আইনজীবী এই বিষয়ে আলোচনা করেন, আদালতের কাছে আর্জি জানানো প্রভাবিত করা বোঝায় না। আর আদালতের নির্দেশ না মানলে তবেই তা হয় আদালত অবমাননা। এমন কিছু মুখ্যমন্ত্রীর মন্তব্যে নেই।অন্যদিকে এদিন কলকাতা হাইকোর্ট বিকাশরঞ্জন ভট্টাচার্যকে সরাসরি প্রশ্ন করেন। এই মামলা নিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ বিকাশরঞ্জনের উদ্দেশে প্রশ্ন করেন, ‘‌আপনি কেন মামলা দায়ের করছেন না?’‌ বিকাশবাবুর সাফাই, ‘আমার হলফনামায় একাধিক মামলার কথা উল্লেখ করা রয়েছে। যাতে স্পষ্ট মুখ্যমন্ত্রী আদালত অবমাননা করেছেন।’‌ তখন আদালত জানিয়ে দেয়, কোনও অভিযোগের প্রেক্ষিতে আদালত অবমাননার শুনানির বদলে ভাল হয়, যদি কোনও মামলাকারী এই বিষয়ে আবেদন করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *