Breaking News

ভাঙড়েই ভাঙন নওশাদ দুর্গে!একশো আইএসএফ কর্মী যোগ দিলেন ঘাসফুলে

দেবরীনা মণ্ডল সাহা:-পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আবার বড় ভাঙন দেখা দিল আইএসএফ শিবিরে। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার হাত ধরে একশো আইএসএফ কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বুধবার প্রাণগঞ্জ অঞ্চলের রানিগাছি এলাকারই ১০০ জন আইএসএফ কর্মী যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। বুধবার রাত্রিবেলা জীবনতলা এলাকায় চলে যোগদান পর্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর ভরসা করে এই যোগদান বলে জানান আইএসএফ কর্মীরা। নওশাদ সিদ্দিকী বিধায়ক হওয়ার পর এলাকায় কোন উন্নয়ন করতে পারেনি। বিপদে আপদে তাঁকে পাওয়া যায় না। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর ভরসা করে নিজেদের ভুল বুঝতে পেরে আইএসএফ কর্মীরা তৃণমূলে যোগদান করেছেন বলে জানান সওকাত মোল্লা। সওকত মোল্লা বলেন, “গত দুবছর ধরে নওশাদ কোনও উন্নয়ন করতে পারেননি। এমনকী বিপদে-আপদেও তাঁকে পাশে পাননি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়েনের কর্মযোজ্ঞে সামিল হলেন ওরা।”

সম্প্রতি হাড়োয়ায় আইএসএফে ভাঙন দেখা দিয়েছিল। নওশাদ সিদ্দিকীর দলের শতাধিক নেতা–কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। আইএসএফ নেতা সাইফুল মণ্ডলের নেতৃত্বে শতাধিক নেতা–কর্মী–সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। এই ঘটনায় কার্যত চুপসে যায় নওশাদের শেষ দেখে ছাড়ার হুঙ্কার। বকজুঁড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে আইএসএফের নেতা–কর্মী–সমর্থকরা যোগদান করেছিলেন। তাঁদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *