প্রসেনজিৎ ধর, কলকাতা :- পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। তার মধ্যেই আবাস যোজনা নিয়ে নয়া সঙ্কট | এই প্রকল্পে রাজ্যের সাত লক্ষের বেশি উপভোক্তার পিএফএমএস পোর্টালের মাধ্যমে আধার যাচাইয়ের কাজ কেন্দ্র কার্যত আটকে রেখেছে বলে অভিযোগ। অথচ এই যাচাই প্রক্রিয়াকে সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য চূড়ান্ত অনুমোদন বলে ধরা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ফলে নথিভুক্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা ঢুকবে না বলে আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্য সরকারের দাবি, আধার যাচাই নিয়ে এত টালবাহানার কোনও কারণ জানাচ্ছে না কেন্দ্র। আগামী ১ জুলাই থেকে নয়া নিয়ম চালু করছে কেন্দ্র। ঠিক হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগের পর আরও একবার করে তা যাচাই হবে অর্থমন্ত্রকের পিএফএমএস পোর্টালের মাধ্যমে। এই কাজ সম্পূর্ণ হলে ‘আধার ব্রিজ পেমেন্ট’-এর মাধ্যমে টাকা পাঠানো হবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। কেন্দ্রের দাবি, এই যাচাই পদ্ধতি সম্পূর্ণ স্বয়ংক্রিয়। তবে সেই যুক্তি মানতে নারাজ নবান্ন। বিভিন্ন সূত্র থেকে তারা জানতে পেরেছে, একমাত্র বাংলার ক্ষেত্রেই এত সংখ্যক উপভোক্তার আধার যাচাই বাকি। সর্বাধিক পিএফএমএস যাচাই হয়েছে গুজরাতের উপভোক্তাদের। এই তথ্য আরও একবার বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার তত্ত্ব সামনে আনল বলে মনে করছে রাজনৈতিক মহল।