দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুতে এখন তোলপাড় রাজ্য–রাজনীতি। র্যাগিংয়ের অভিযোগ উঠে আসায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার এই ঘটনার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। আজ, সোমবার যাদবপুরের ঘটনাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়গুলিতে র্যাগিংয়ের বিষয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তবে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। চলতি সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা আছে।জানা গিয়েছে, জনৈক আইনজীবী সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে র্যাগিং সংক্রান্ত সমস্যা নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ইউজিসি-র নিয়ম না মেনেই অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও তার পরিণতি যাদবপুরের মতো মর্মান্তিকও হয়েছে। ইউজিসি-র তরফে অ্যান্টি-র্যাগিং কমিটির নির্দেশিকা থাকলেও তা বাস্তবায়িত হয়নি রাজ্যের বহু শিক্ষা প্রতিষ্ঠানেই। সেসব নির্দেশিকার যাতে কড়া হাতে বাস্তবায়ন করা হয়, সোমবার সেই সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। মামলাকারীর আশা, তা হলেই কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের দাপট কমবে।অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে তাতে অ্যান্টি র্যাগিং কমিটির সুপারিশ কার্যকর করা উচিত বলে আবেদনে জানিয়েছেন আইনজীবী। কেরলের একটি ঘটনার জেরে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। তখন প্রাক্তন সিবিআই ডিরেক্টর আরকে রাঘবনের নেতৃত্বে কমিটি তৈরি হয়। আর সেই কমিটি বেশ কিছু সুপারিশও করেছিল। অ্যান্টি র্যাগিং নিয়ে ছিল এই কমিটির সুপারিশ মানা হয়নি বলেই অভিযোগ। ২০০৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তা তৈরি করা হলেও কার্যকর হয়নি। এটা কার্যকর হলেই কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের দাপট কমবে বলে উল্লেখ করা হয়েছে।