দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ‘একলা চলো’র বার্তা দেওয়ার পর কেটে গিয়েছে মাসখানেক। তবুও বঙ্গে জোট-আশা ফুরিয়ে গিয়েছে বলে মনে করছে না কংগ্রেস।প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ এ বিষয়ে বলেন, আসন সমঝোতার প্রশ্নে এখনও আলোচনা চলছে। বিরোধীদের মূল লক্ষ্য হল ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা। লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে এক কেন্দ্র, এক প্রার্থীর ফর্মুলায় এগনোই উদ্দেশ্য জোট নেতৃত্বের। ভোট ভাগাভাগি রুখে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে নারাজ আমরা।জয়রাম আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল বিজেপিকে হারাতে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার পক্ষেই রয়েছেন। তিনি নিজেও একথা বলেছেন। আসনরফা নিয়ে মমতার এর আগের বক্তব্য এবং শেষমেশ ডেরেকের জবাব প্রসঙ্গে জয়রাম ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা করেন। বলেন, দুই দলের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ঠিকই। কিন্তু, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি।জয়রাম রমেশের এই বক্তব্যের পরই বার্তা দেন ডেরেক ও’ব্রায়েন। তিনি জানিয়েছেন, ‘কয়েক সপ্তাহ আগে তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন যে বাংলার ৪২টি আসনে একাই লড়বে তৃণমূল। অসম ও মেঘালয়ের কয়েকটি আসনেও লড়াই করবে। এই অবস্থানেই এখনও অনড় রয়েছে দল।’ রাজ্যসভার সাংসদ ডেরেকের বক্তব্যেই স্পষ্ট, আসন-ভাগাভাগির কোনও সম্ভাবনা আর নেই।কংগ্রেস তথা রাহুল গান্ধী যখন ‘ভারত জোড় ন্যায় যাত্রা’ নিয়ে বাংলায় এসেছিলেন, তার আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা। রাহুলের বঙ্গ সফরের কথা কেন তাঁকে জানানো হল না, কেন কংগ্রেস সৌজন্য দেখাল না, তা নিয়ে প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি। তবে কংগ্রেস সূত্রে জানা যায়, মমতাকে ফোন করে ‘ভারত জোড় ন্যায় যাত্রা’য় যোগ দেওয়ার কথা বলা হয়েছিল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কংগ্রেসের সঙ্গে জোট সংক্রান্ত বিষয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত বলেছেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন। এরপর নতুন কিছু বলার থাকলে যথাযথ সময়ে তাঁরা সেটা জানিয়ে দেবেন। এর বাইরে দলের মুখপাত্রদের কোনও বক্তব্য নেই।’তবে এর সঙ্গে তিনি এ কথাও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য বিজেপিকে পরাস্ত করা। ইন্ডিয়া জোট সে কারণেই তৈরি হয়েছে। যে যেখানে শক্তিশালী, তাকে গুরুত্ব দিয়ে লড়ানোর থিয়োরি অত্যন্ত বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। কিন্তু সেখানে কোথায় সমস্যা, কেন সমস্যা, কাদের জন্য সমস্যা-সেটা মমতা ও অভিষেক স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন।’