প্রসেনজিৎ ধর, কলকাতা :-ফের একবার তৃণমূলের সঙ্গে জোট নিয়ে হাইকম্যান্ডের সম্পূর্ণ বিপরীত অবস্থান নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে কোনও রকম জোটের সম্ভাবনা খারিজ করে তিনি বলেন, এব্যাপারে সিপিএম নেতা সেলিমের সঙ্গে ইতিমধ্যে আমার কথাবার্তা শুরু হয়েছে।শনিবার বহরমপুর কংগ্রেস কার্যালয়ে অধীর বলেন,”সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে জোট নিয়ে কথাবার্তা শুরু হয়েছে।” এ দিকে সূত্রের খবর, কংগ্রেস আসনরফা নিয়ে তৃণমূলকে নয়া প্রস্তাব দেওয়া হয়েছে দলের তরফে। প্রস্তাব অনুযায়ী, বাংলার ৪২ আসনের মধ্যে ৬টি আসন চাইবে কংগ্রেস। তৃণমূল আগে জানিয়ে দিয়েছিল, বাংলায় কোনওভাবেই দুইয়ের বেশি আসন ছাড়া হবে না হাত শিবিরকে। কিন্তু কংগ্রেস সূত্রের দাবি, বাংলায় আসনের বদলে অন্য রাজ্যে যদি তৃণমূলকে কিছু আসন দেওয়া হয়, তাহলে বাংলায় পাঁচ আসন ছাড়তে রাজি হয়ে যেতে পারে তৃণমূল|এদিন অধীররঞ্জনবাবু বলেন, ‘জয়রাম রমেশের এই বক্তব্য আমার জানা নেই। তিনি কী বলেছেন, কেন বলেছেন জানি না। তৃণমূলের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছে তারা ৪২টা আসনে লড়বে। ইন্ডিয়া জোট করার জন্য এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছিলেন। পরে তাঁর মনে হয়েছে আমার উদ্যোগী হওয়ার দরকার নেই। তিনি পিছিয়ে চলে এসেছেন। তৃণমূলের একাংশ ভাবছে, আমরা ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এলে বাংলার সংখ্যালঘুরা আমাদের ভোট দেবে না। তৃণমূলের আরেকটা আংশ মনে করছে এখনই তারা ইন্ডিয়া জোটের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে তাহলে ইডি – সিবিআইয়ের হাতে পড়তে হবে। এর মধ্যে আমি নিজে পশ্চিমবঙ্গে সিপিএমের নেতা সেলিমের সঙ্গে কথাবার্তা শুরু করেছি। পশ্চিমবঙ্গে আমরা বামেদের সঙ্গে আঁতাত করে ভোটে লড়তে চাই’।অধীরের অভিযোগ ‘মমতা ব্যানার্জি এখনও প্রকাশ্যে বলেননি তিনি জোটে আর শরিক থাকছেন না। তবে তাঁর দলের নেতাদের মাধ্যমে তিনি জোটের বিরুদ্ধে বক্তব্য তুলে ধরছেন। আসলে তৃণমূলের নেতারা এখনও জোটে থাকা নিয়ে ‘জল মাপছেন’। তাই গোটা বিষয়টিকে তারা এখনও ভাসিয়ে রেখেছেন।’
তাঁর কথায়, ‘তৃণমূল কংগ্রেসের একাংশ ভাবছেন তাঁরা যদি জোটে শরিক না হন তবে রাজ্যের সংখ্যালঘু মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন। অন্য অংশ ভাবছে এখনই জোটের সঙ্গে সখ্যতা বাড়ালে ইডি এবং সিবিআই–এর মতো কেন্দ্রীয় এজেন্সির তদন্তের মুখে পড়তে হবে।’ অধীর চৌধুরী এদিন সাফ জানান, আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্যে বামেদের সঙ্গে কংগ্রেস জোট করার বিষয়ে বেশি আগ্রহী।