প্রসেনজিৎ ধর, কলকাতা :-বেঙ্গালুরু থেকে কলকাতায় আসার বিমানের ককপিটে লেজারের আলো পড়ল। আর তার জেরে কলকাতা বিমানবন্দরে বিমান অবতরণের আগে বিপত্তি দেখা দেয়। নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের আগে এই বিপত্তি দেখা দিলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ককপিটের লেজারের আলোর জেরে বিভ্রান্তি তৈরি হয় পাইলটের দৃষ্টিতে। যদিও পাইলটের তৎপরতায় অবশেষে সুরক্ষিতভাবে ১৬৫ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে বিমানটি অবতরণ করেছে। এই ঘটনা নিয়ে একদিকে আলোচনা শুরু হয়েছে অপরদিকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।শুক্রবার সন্ধ্যাায় সাড়ে সাতটা নাগাদ বেঙ্গালুরু থেকে কলকাতা গামী ইন্ডিগো ফ্লাইট সিক্স ই ২২৩ কলকাতা বিমানবন্দরে অবতরণের সময়েই সমস্যা তৈরি হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, কৈখালির দিক থেকে বিক্ষিপ্তভাবে লেজার লাইট ককপিটে পড়ছিল। তাতে পাইলটের সমস্যা হতে থাকে। পাইলট দ্রুত বিষয়টি এটিসির সঙ্গে যোগাযোগ করে জানান।এয়ার ট্রাফিক কন্ট্রোল বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায়। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় বিষয়টি জানানো হয়। বিধাননগর কমিশনারেটকেও বিষয়টি সম্পর্কে অবগত করা হয়। এমনিতেই কলকাতা বিমানবন্দর সন্নিকটে থানাগুলোতে লেজার লাইটের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তা হলেও কম তীব্রতাযুক্ত লেজার লাইট ব্যবহার বন্ধ হচ্ছে না। আর তাতেই তৈরি হচ্ছে সমস্যা। ককপিটে লেজারের আলো চোখে পড়লে অন্ধকার দেখেন পাইলটরা। দিকনির্ণয় করতে তখনই সমস্যা হয়।তাই দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।