দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে কতটা এগোল রাজ্য পুলিশ? সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রণে কী পদক্ষেপ করা হচ্ছে? একাধিক প্রশ্ন তুলে এদিন মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের থেকে রিপোর্ট চাইলেন রাজ্যপাল। ৭২ ঘণ্টার মধ্যে গোটা বিষয় জানতে চেয়ে মুখ্য সচিব ও স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিলেন রাজ্যপাল, এমনটাই রাজভবন সূত্রে খবর।
সেই চিঠি দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। এর আগেও শেখ শাহাজানের গ্রেফতারি নিয়ে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল।এবার ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট চাইলেন সিভি আনন্দ বোস।প্রসঙ্গত ইতিমধ্যেই সন্দেশখালিতে ৬১ জনকে জমি ফেরত দেওয়া হয়েছে। সন্দেশখালির জোর করে দখল করা জমি ফেরত দেওয়া শুরু হয়েছে। সরকারি শিবিরে অভিযোগ পেয়েই তদন্ত করতে নামে প্রশাসন। এবার ৬১ জনকে ফেরানো হল জমির মালিকানা। ২২ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে ফেরানো হয়েছে জমি।পেরিয়েছে দেড় মাস। এখনও অধরা সন্দেশখালির ‘বেতাজ বাদশাহ’ শেখ শাহজাহান। তাঁর গ্রেপ্তারির দাবিতে ফুঁসছে সন্দেশখালির মহিলা-সহ সকলেই। বিরোধীরা বারবার কাঠগড়ায় তুলছে শাসকদলকে। দাবি করা হচ্ছে, তৃণমূলই আড়াল করছে শাহজাহানকে। মহিলাদের ধর্ষণ, গণধর্ষণ, জমি লুটের মতো অভিযোগ তুলে সন্দেশখালির জায়গায়-জায়গায় বিক্ষোভ হচ্ছে। এলাকাবাসী কাঠগড়ায় তুলছে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে। ইতিমধ্যে শেখ শাহজাহানের দুই শাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখনও বেপাত্তা শেখ শাহজাহান। সন্দেশখালির বাসিন্দাদের এখন প্রশ্ন একটাই, কবে গ্রেপ্তার হবে শাহজাহান? রাজ্যের কাছে এবার সে কথা জানতে চাইলেন খোদ রাজ্যপাল।
Hindustan TV Bangla Bengali News Portal