প্রসেনজিৎ ধর,কলকাতা :-১০০ দিনের কাজের পর এবার আবাস যোজনার বকেয়া টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে আবাস যোজনার বকেয়া টাকা রাজ্য সরকারই মিটিয়ে দেবে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফরের আগেই কেন্দ্রকে আবাস যোজনার প্রাপ্য মেটানোর ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষণা, ১ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দিলে ১১ লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্যই| লাগাতার চিঠি, বৈঠক, আন্দোলনের পরও বাংলার প্রাপ্য দেয়নি কেন্দ্র। এমনই অভিযোগে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। কেন্দ্রের ‘প্রতিহিংসার রাজনীতি’র শিকার হচ্ছে ১০০ দিনের কাজ প্রকল্পের জবকার্ড হোল্ডারদের। রাজ্য়ের বঞ্চিতদের পাশে দাঁড়াতে এগিয়ে আসে রাজ্য সরকার। বাজেটে জানিয়ে দেওয়া হয়, মনরেগা প্রকল্পের বকেয়া টাকা মেটাবে রাজ্য। আবার জব কার্ড হোল্ডারদের জন্য বছরে ৫০ দিনের কাজ নিশ্চিত করতে নতুন প্রকল্প আনে তারা। সেইমতো গত দুদিন ধরে বঞ্চিতদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১ এপ্রিলের মধ্যে কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার ১১ লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্য, আদিবাসীদের জমি কোনওমতেই কেড়ে নেওয়া হবে না, আদিবাসীদের জমি হস্তান্তরও করা যাবে না।’
তিনি বলেন, ‘পয়লা এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, প্রথম ফেজে যে ১১ লাখ বাড়ি আছে তালিকায়, যাঁরা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব, টাকাটা রাজ্য সরকার দেবে। সরাসরি মুখ্যমন্ত্রীতেও অনেকে আবেদন করেছিলেন, আমি সেটাকেও ভেবে দেখতে অনুরোধ করব।’ এছাড়া আদিবাসীদের জন্য সংশ্লিষ্ট উন্নয়ন বোর্ড থেকে ও দফতর থেকে বাড়ি তৈরি করা হচ্ছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।