ইন্দ্রজিৎ মৌলিক :- শনিবার সারা দেশব্যাপী এই বছরের প্রথম লোক আদালত বসল | উচ্চ আদালত সহ রাজ্যের বিভিন্ন আদালত চত্বরে বসে জাতীয় লোক আদালত | পশ্চিমবঙ্গেও এর ব্যতিক্রম হয়নি | এদিন সিটি সিভিল কোর্টে বসেছিল লোক আদালত | হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জির তত্বাবধানে লোক আদালত বসেছিল | বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি পশ্চিমবঙ্গের আইনি পরিষেবা কর্তৃপক্ষের কার্যনির্বাহী সভাপতি।গত বছরে পশিমবঙ্গে ৪৩৪ টি বেঞ্চ করা হয়েছিল | ৩ লক্ষ ৫৯ হাজার ৭২০টি মামলার নিষ্পত্তি হয় | টাকার মধ্যস্ততা হয় ২৭১ কোটি টাকার | কিন্তু এই বছরে সেটি বেড়ে ৪৪৫টি বেঞ্চে দীর্ঘদিন পরে থাকা ৪.৫ লক্ষ মামলার দ্রুত নিষ্পত্তি হওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয় | তবে সিটি সিভিল কোর্ট সূত্রের খবর, শনিবার গোটা রাজ্য জুড়ে ৩ লাখ ৭২ হাজার মামলার নিষ্পত্তি হয়েছে | তবে ২২৩ কোটি টাকার নিষ্পত্তি হয়েছে, যা গত বছরের তুলনায় ৪৮ কোটি টাকা কম | এই লোক আদালতে আসা এক মামলাকারী বলেন, ‘প্রায় তিন বছর ধরে আমার একটি মামলা নিষ্পত্তি হচ্ছিল না | প্রায় রোজ কোর্টে এসে ধর্না দিয়ে পড়ে থাকতাম | আজ এই মামলার নিষ্পত্তি হয়েছে | আমি শান্তি পেয়েছি |’
এদিন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি ছাড়াও উপস্থিত ছিলেন এসএলএসের সদস্য সম্পাদক দেবকুমার সুকুল |এছাড়াও এই প্রারম্ভিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্টার তথা এসএলএসএসের সহ সম্পাদক সুকুমার মণ্ডল ও অন্যতম সহ সম্পাদক পুনম সিংহী | ১৯৮২ সালে গুজরাতে দেশে প্রথম লোক আদালত বসেছিলো। তারপর দীর্ঘ সময় গড়িয়েছে | ১৯৮৭ সালে এসে এই লোক আদালতের ধারণা আইনী স্বীকৃতি পেয়েছে | তৈরী হয়েছে জাতীয় আইন পরিষেবা আয়োগ | মূলত এই লোক আদালতের মাধ্যমে সিভিল ও কিছু অপরাধমূলক মামলার দ্রুত নিষ্পত্তি হয়ে থাকে | শ্রমিক সংক্রান্ত, অর্থ সংক্রান্ত, গাড়ি দুর্ঘটনা, বিবাহ বিচ্ছেদ বাদে বিবাহ সংক্রান্ত ইত্যাদি মামলার নিষ্পত্তি একদিনেই হয়ে যায় | এই বছরে বিভিন্ন বেঞ্চে সমাজের অ্যাসিড দ্বারা আক্রমণে আক্রান্ত, বৃহন্নলা ও এইচআইভি অক্রান্তদের রাখা হয়েছে যেটি দৃষ্টান্তমূলক বলে মনে করা হচ্ছে | যদিও আইনজীবী মহলের মতে এই লোক আদালত একদিন না করে বেশ কয়েকদিন ধরে করা যায় তাহলে পড়ে থাকা ভূরিভুরি মামলার নিষ্পত্তি হওয়া সম্ভব |