প্রসেনজিৎ ধর, কলকাতা :- ব্রিগেডের ময়দান থেকে অভিষেকের হুঙ্কার, ‘‘আজ তো ট্রেলার ছিল, পুরো সিনেমাটা নির্বাচনে দেখাব৷’’এদিন অভিষেক বলেন, ‘‘ফেব্রুয়ারির ২৫ তারিখ ডাক দেওয়া হয়েছিল৷ ২ সপ্তাহের কম সময়ে ব্রিগেড করলাম আমরা৷ ১২ দিনের মধ্যে ব্রিগেড করে দেখিয়েছি৷ দুই সপ্তাহের কম ব্যবধানে এই সভা হচ্ছে। সাধারণত ছয় মাস সময় লাগে। আমাদের ১২ দিন সময় লেগেছে। ছুটির দিনেও এসে বিসর্জনের বাজনা বাজানো হয়েছে। কেউ বলছিল একে একে ছেড়ে যাচ্ছে। দল থাকবে না। এদের কাছে বিচার ব্যবস্থা। ইডি, সিবিআই আছে। আমাদের কাছে মানুষ আসে। আগামীর রায় অত্যাচারীরা বিদায়। বহিরাগতরা বিদায়৷’’জনগর্জন সভা থেকে বঞ্চনা ইস্যুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। “গত তিন অর্থবর্ষে বাংলাকে কত টাকা দিয়েছেন?”, ব্রিগেডের মঞ্চ থেকে মোদির কাছে হিসাব চাইলেন অভিষেক।জনগর্জন সভার মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন, “দেশের প্রধানমন্ত্রী দুদিন আগে এসে বলে গেছেন ৩ বছরে ৪২ হাজার কোটি টাকা দিয়েছেন। আমি একটি চিঠি আপনাদের সামনে আনতে চাই। বাংলাকে টাকা না দেওয়ার প্রতিবাদে এই চিঠি ১৪ ডিসেম্বর ২০২২ রাজ্য কেন্দ্রকে পাঠিয়েছিল রাজ্য সরকার। দেড় বছর হয়ে গেল। যদি কেন্দ্র প্রমাণ করতে পারে আবাসের একটা টাকা দিয়েছে তাহলে আমি আর রাজনীতির আঙিনায় পা রাখব না। এত বড় কথা বলে গেলাম।”এদিনের সভা মঞ্চ থেকে দুর্নীতি ইসুতেও মোদিকে বিঁধেছেন অভিষেক। তৃণমূল সাধারণ সম্পাদকের বক্তব্য, “প্রধানমন্ত্রী বাংলায় এসে দুর্নীতির কথা বলছেন। অথচ সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত নেতা আপনার পাশেই বসে আছে।”