প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার চাপের মুখে ফের একবার সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট চেয়ে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাব বা সিএফএসএল-কে চিঠি দিল ইডি। তদন্তের স্বার্থে দ্রুত রিপোর্ট হাতে পাওয়া প্রয়োজন বলে সিএফএসএলকে জানিয়েছেন ইডির আধিকারিকরা। গত ৪ জানুয়ারি গভীর রাতে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। নিয়োগ দুর্নীতির টাকা কোথায় গিয়েছে তা জানতে ওই রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি তদন্তকারীদের।আবারও রিপোর্ট সংক্রান্ত বিষয়টি মনে করিয়ে দিয়ে সিএফএসএলের দিল্লির দফতরে চিঠি পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সে চিঠি পৌঁছেও গিয়েছে বলে খবর। সূত্রের খবর, এর আগেও একাধিকবার ভয়েস স্যাম্পেল পরীক্ষার রিপোর্ট চেয়ে চিঠি পাঠিয়েছে ইডি। মাস তিনেক হয়ে গেলেও এখনও রিপোর্ট না আসায় তদন্তের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে ইডি অফিসারদের, হাইকোর্টও প্রশ্ন তুলেছে। কিছুদিন আগেই বিচারপতি সিনহা বলেছিলেন, সুজয়কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেলের রিপোর্ট শীঘ্রই সংগ্রহ করতে হবে। এরপরই আবারও সিএফএসএল-এ চিঠি গেল ইডির তরফে।প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় বারবারই ইডির তরফে দাবি করা হয়েছে, সুজয়কৃষ্ণের কণ্ঠের নমুনা এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, তদন্তকারীদের হাতে একটি অডিয়ো ক্লিপ এসে পৌঁছয়। এরপরই কালীঘাটের কাকুর কণ্ঠের নমুনা পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইডির জন্য।