দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- গার্ডেনরিচের ঘটনার পর বেআইনি নির্মাণ নিয়ে কড়া অবস্থান কলকাতা হাই কোর্টের। বেআইনি নির্মাণ ভাঙার উপর কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না বলে জানান বিচারপতি অমৃতা সিংহ। মঙ্গলবার এক মামলার শুনানি চলাকালীন এমনই মন্তব্য করলেন তিনি। বেআইনি বহুতল ভেঙে রাতারাতি প্রাণ গিয়েছে ৯ জনের। তবু বেআইনি নির্মাণ ভাঙতে অনীহা। বরং অবৈধ নির্মাণ গুড়িয়ে দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হচ্ছেন অনেকে। তাঁদের উদ্দেশে বিচারপতি অমৃতা সিনহার স্পষ্ট বক্তব্য, “বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশের বিরুদ্ধে কোনও মামলা শুনব না। যে আদালতই নির্দেশ দিক না কেন, তা বহাল থাকবে। অবৈধ নির্মাণ ভাঙতে দিন। মানুষের জীবন আগে।” উল্লেখ্য, এদিন কয়েকজন তাঁদের বাড়ি ভাঙার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতির দ্বারস্থ হয়েছিলেন।মঙ্গলবার বিচারপতি সিংহের এজলাসে বেআইনি নির্মাণ ভাঙা সংক্রান্ত বিষয়টি তোলেন কয়েক জন আইনজীবী। তাঁদের দাবি, বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছে অন্য কোর্ট। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়েই আবেদন করেছিলেন তাঁরা। আইনজীবীদের আবেদন ছিল, মামলা গ্রহণ করুক বিচারপতি সিংহ। কিন্তু আইনজীবীদের আবেদনই শুনতে নারাজ ছিলেন বিচারপতি। মঙ্গলবার এই সংক্রান্ত তিনটি মামলা গ্রহণের জন্য আবেদন করা হয় বিচারপতি সিংহের এজলাসে। তবে তিনি কোনও মামলাই গ্রহণ করেননি। তাঁর কথায়, ‘‘কোনও বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। আদালতের নির্দেশে ওই সব নির্মাণ ভাঙা হয়ে থাকলে এখন আবার শুনানি সম্ভব নয়। আগের নির্দেশই বহাল থাকবে।’’