Breaking News

ঘূর্ণিঝড় রিমাল কখন-কোথায় আছড়ে পড়বে?কলকাতায় অতি ভারী বৃষ্টি এবং ঝড় চলবে দু’দিন ধরে! দক্ষিণের দুই জেলায় দুর্যোগ নিয়ে সতর্কতা জারি

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। শুক্রবার সাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর তা আরও ঘনীভূত হয়ে অতি গভীর নিম্নচাপ পরিণত হবে। তারপরে আরও শক্তি বাড়িয়ে শনিবার সকালে ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। এই ঘূর্ণিঝড়ের নাম রিমাল। যার অর্থ বালি। ঝড়ের নাম রেখেছে ওমান। আর এর জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর,সঙ্গে ঝড়। রবিবার দুই ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সঙ্গে ১০০-১১০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়। দুই জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার ২৬ শে মে মাঝরাতে সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবনের আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল। দক্ষিণ ২৪ পরগনার উপকূলে সুন্দরবনে প্রধান আঘাত হানার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রিমলের। সব থেকে বেশি দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার সেই সঙ্গে রয়েছে প্রবল বৃষ্টির আশঙ্কা। জলোচ্ছ্বাসের জেরে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে।রিমল উপকূলে আছড়ে পড়ার (ল্যান্ডফল) সময় সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। ঘূর্ণিঝড় এই মুহূর্তে গভীর নিম্নচাপ রূপে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। প্রাথমিকভাবে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে রিমল,শনিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। এরপর এগোতে পারে সোজা উত্তর দিকে। রবিবার শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে প্রতি ঘন্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিবেগে ল্যান্ডফলের সম্ভাবনা।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। সাত থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার গোটা দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *