প্রসেনজিৎ ধর :- পরিত্যক্ত কুয়ো পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের সংস্পরর্শে মৃত্যু হল ২ চা শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও ১ চা শ্রমিক। ফাঁসিদেওয়ার কমলা চা বাগানে ঘটেছে এই মর্মান্তিক কাণ্ড।দীর্ঘদিন ধরে পড়ে থাকা চা বাগানের পরিত্যক্ত কুয়ো পরিষ্কার করে পানীয় জলের উপযোগী করে তুলতে কাজে নামতেই এই বিপত্তি। শুক্রবার সকালে দু’জন কুয়োতে নামবার পর কোনও সাড়া-শব্দ না পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আরও একজন নামলে তাঁরও কোনও সাড়া শব্দ না পাওয়ায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে দমকল বাহিনীকে খবর দেয়। মাটিগাড়া দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে স্থানীয়দের সহায়তায় ফ্যান চালিয়ে অক্সিজেন সরবরাহ করে কুয়ো থেকে সংজ্ঞাহীন অবস্থায় বিজয় টোপ্পো, আসিত কুজুড়কে এবং ভানু ওঁরাওকে উদ্ধার করে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে পাঠায়| জানা গিয়েছে, শুক্রবার আশিক, বিজয়-সহ তিন জন ওই এলাকার একটি বাড়িতে কুয়ো পরিষ্কার করতে নামেন। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও তাঁদের কোনও সাড়া শব্দ পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা কুয়োয় উঁকি দেন। তাঁদের দেখতে পাওয়া যায়নি।এর পরেই তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে একে একে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ,মাটিগাড়া ও শিলিগুড়ি দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। অক্সিজেনের অভাবে তাঁরা অসুস্থ হয়ে পড়েন বলেই খবর। পাখা চালিয়ে পাইপের মাধ্যমে কুয়োতে অক্সিজেন সরবরাহের বন্দোবস্ত করা হয়।একে একে তিনজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। একজনের জ্ঞান ফেরে। বাকি দুজন অচেতনই ছিল। তিনজনকেই ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক দুজনকে মৃত বলে জানান। আরেকজন এখনও অসুস্থ। তাঁর চিকিৎসা চলছে। দুই শ্রমিকের দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।