দেবরীনা মণ্ডল সাহা :- রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। রাষ্ট্রপতি তাঁর ইস্তফা গ্রহণ করেছেন। একই সঙ্গে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এই পদের দায়িত্ব সামলাতে মোদীকে অনুরোধ করেছেন মুর্মু।তার আগে তাঁর নেতৃত্বাধীন যে মন্ত্রিসভা গত পাঁচ বছর ধরে দেশ সামলেছে, সেই কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে শেষ বারের বৈঠকটি করে নেন তিনি। জানা গিয়েছে, মোদী তাঁর মন্ত্রীদের উজ্জীবিত করেছেন বিদায়ী বক্তৃতায়। বলেছেন, হার জিত রাজনীতির অঙ্গ। এতে ভেঙে পড়লে চলবে না।২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফলে ভোট বাক্সে ধাক্কা খেয়েছে বিজেপি। পাঁচ বছর আগে যে বিজেপি ৩০৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, তারা এ বার আটকে গিয়েছে ২৪০ আসনে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বহু সদস্যই নিজ নিজ কেন্দ্রে পরাজিত হয়েছেন। যাঁদের মধ্যে অন্যতম স্মৃতি ইরানি, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, কৈলাস চৌধুরি, অর্জুন মুন্ডা বাংলার সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক প্রমুখ।
মোদী বলেছেন, ‘‘জয় বা পরাজয় সবই রাজনীতির অঙ্গ। সংখ্যার খেলা চলতে থাকবে। তবে আমরা ভাল কাজ করেছি গত দশ বছর ধরে। আগামী দিনেও সেই কাজ চালিয়ে যাব।’’
এদিন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সঙ্গে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিপরিষদকে দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপতি ভবন। ওদিকে লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর আজ বৈঠকে বসছে এনডিএ ও ইন্ডিয়া ব্লক, উভয় পক্ষ-ই। নতুন সরকার গঠনে সমীকরণ কী হবে তা এখনও স্পষ্ট নয়। ২৪০ আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে বিজেপি। সেক্ষেত্রে সরকার গঠনের ক্ষেত্রে মেইন ফ্যাকটর হতে চলেছে টিডিপি ও জেডিইউ। এখনও পর্যন্ত তারা এনডিএ-এর সঙ্গেই রয়েছে বলে খবর। সেক্ষেত্রে ২৯২ আসন নিয়ে এনডিএ-এর সরকার গঠনের ক্ষেত্রে কোনও বাধা থাকছে না। এখন মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলে, তিনি-ই হবেন দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি পর পর ৩ বার প্রধানমন্ত্রী হলেন | এর আগে ৩ বার প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহরু।