প্রসেনজিৎ ধর :- দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে অবশ্য কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন অভিষেক৷ ভোট প্রচারে এসে বিজেপি নেতাদের দেওয়া হুঁশিয়ারির কথা মনে করিয়ে দিয়ে অভিষেকের কটাক্ষ, ‘বিজেপি এবার নিজেদের সরকার বাঁচাতে পারবে তো?’ INDIA জোটের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে গেলেন। কিন্তু কেন? অভিষেক কটাক্ষ করেই বললেন, ” আমি হাত জোড় করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বলব, আপনারা এরকম ভবিষ্যৎদ্বাণী করতে থাকুন, আপ কি বার ২০০ পার করে, তো আমরা ২০০ পার করলাম, আপনারা বলবেন ৩০ টা সিট জিতবেন, তো আমরা ২৯ সিটে জিতে এলাম। এইভাবে আপনারা ভবিষ্যৎদ্বাণী করতে থাকবেন।”অভিষেক এদিন দিল্লি রওনা হওয়ার আগে বলেন, ‘বিজেপি নেতারা রাজ্যে ভোট প্রচারে এসে হুমকি দিয়েছিলেন, তিরিশটি আসন পেলেই নাকি আমাদের সরকার ফেলে দেবে৷ আজ আপনারা প্রশ্ন করছেন, বিজেপি নিজেদের সরকারই বাঁচাতে পারবে তো? আপনাদের প্রশ্নেই আপনার উত্তর রয়েছে৷ এই কারণেই আমি বলি, কখনও সাধারণ মানুষের ক্ষমতাকে খাটো করে দেখা উচিত নয়৷ অভিষেক বলেন, কিংমেকার কেউ নন, দেশের জনতাই কিংমেকার৷ যাঁরা দ্রব্য মূল্যবৃদ্ধি, সাম্প্রদায়িক বিভাজন, বেকারত্বের বিরুদ্ধে ইভিএমে বোতাম টিপেছেন, তাঁরাই আসল কিংমেকার৷’ইন্ডিয়া জোটে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বলেন, “আগে দিল্লি যাই। সবার সঙ্গে কথা বলি। এটা তো আমার একার বৈঠক নয়। আলোচনা হোক তারপর সব প্রশ্নের জবাব দেন।”