প্রসেনজিৎ ধর, কলকাতা :- খাতায় কলমে দক্ষিণবঙ্গের একাংশে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির দেখা নেই অধিকাংশ জেলায়৷ শেষ পর্যন্ত অবশ্য দক্ষিণবঙ্গে বর্ষার আকাল মিটতে চলেছে, এমনই আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর |আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়তে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে শুধু বৃষ্টি নয়, শুক্রবার পর্যন্ত বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। তবে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি। সব জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা। কয়েক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা।উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদা, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কয়েক জায়গায় দমকা ঝড়ো হাওয়া বইবে। উপকূল লাগোয়া ও পুর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।
Hindustan TV Bangla Bengali News Portal