দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনী রাখার মেয়াদ আর বৃদ্ধি করল না কলকাতা হাইকোর্ট। শান্তি বজায় রাখতে রাজ্য সরকারকে সদর্থক পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশ, রাজ্য সরকারকেই শান্তি বজায় রাখতে হবে।আদালত জানিয়েছে, রাজ্য শান্তি বজায় রাখতে ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, ভোট পরবর্তী হিংসা নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, তা জানতে চেয়েছে আদালত। আগামী দু’সপ্তাহের মধ্যে সে বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। বাহিনীর মেয়াদ বৃদ্ধির মামলার গত শুনানিতে এই সময়সীমা ৫ দিন বাড়ানো হয়েছিল। বুধবার সেই সময়সীমা শেষ হওয়ায় তা আর বৃদ্ধি করল না কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। বরং আদালতের নির্দেশ, শান্তি বজায় রাখতে রাজ্য সরকারকেই কঠোর ভূমিকা পালন করতে হবে। যদিও কেন্দ্রীয় সরকার যদি মনে করে রাজ্য সদর্থক ভূমিকা পালন করতে পারছে না, তবে তারা কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে,এমনটাই জানিয়েছে হাইকোর্ট। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী কত দিন থাকবে, সে বিষয়ে দায়িত্ব পুরোটাই কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয়েছে। কোথায় কত বাহিনী থাকবে, সে সিদ্ধান্তও নেবে কেন্দ্র। আদালতের পর্যবেক্ষণ আমরা যেটুকু শুনলাম, তাতে বলা হয়েছে, রাজ্য সরকার বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তাই এই দায়িত্ব কেন্দ্রকে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হবে, না কমানো হবে, তারা কত দিন রাজ্যে থাকবে, কেন্দ্র সিদ্ধান্ত নেবে।’’
Hindustan TV Bangla Bengali News Portal