Breaking News

নজরে রথ ও মহরম! রথ–মহরম নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে পুলিশ কর্তারা, অশান্তি এড়াতে একাধিক পদক্ষেপ গ্রহণ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হল নবান্নে। বৈঠকে উপস্থিত ছিলেন এডিজি আইবি, এডিজি আইনশৃঙ্খলা, এডিজি সিআইডি, এডিজি ট্র্যাফিক, এডিজি লিগাল এবং নিরাপত্তা অধিকর্তা। এই বৈঠক পরিচালনা করেন রাজ্যে নিরাপত্তা অধিকর্তা পীযুষ পাণ্ডে। সোজারথ,উল্টোরথ এবং মহরম নিয়ে একটি বৈঠক হয়। এই দুটি উৎসবকে সামনে রেখে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে শহরে এবং জেলায় তা নিয়ে বৈঠক হয় বলে সূত্রের খবর। রথযাত্রার সময় দুর্ঘটনার খবর বারবার সংবাদে এসেছে। তাই আগাম সতর্কতা নিতে বলা হয়েছে।এই বৈঠকে জানানো হয়, জেলার যে যে জায়গা দিয়ে রথ যাবে সেখানে যাতে বৈদ্যুতিন তার পড়ে না থাকে বা তার না ঝোলে তা খতিয়ে দেখে নিতে বলা হয়েছে। গাছের ডালপালা ছাঁটতে বলা হয়েছে স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভাগুলিকে। জানা গিয়েছে, কলকাতায় ছোটবড় মিলিয়ে প্রায় ৭৪টি রথ বের হয়। এর মধ্যে সাতটি বড় রথ থাকে। রথে  ভিড় সামলাতে থানাগুলিকে সতর্ক করেছে লালবাজার। যে রুট দিয়ে রথ যাবে সেখানে বাড়তি বাহিনী রাখা হচ্ছে। লালবাজার সূত্রে খবর, প্রায় দেড় হাজার পুলিশ মোতায়েন থাকছে। যে সব রাস্তায় দিয়ে রথ টানা হবে সেখানে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকরা থাকবেন। রথ টানা নিয়ে কোথাও যাতে বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে।এছাড়া সিভিল ড্রেসে পুলিশ রাখার কথাও বৈঠকে বলা হয়েছে। এক পুলিশ কর্তা বলেন, ‘রথযাত্রা নিয়ে যা যা গোয়েন্দা ইনপুট আছে সব শেয়ার করুন। কোনওরকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। কোনও বিশৃঙ্খলার আগাম খবর থাকলে সিনিয়র অফিসারদের সঙ্গে শেয়ার করুন।’ এই বৈঠকে কিছু এলাকার নাম এডিজি আইবি জাভেদ শামিম উল্লেখ করেন। সেই এলাকাগুলিতে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়। দুই ধর্মের মানুষের মধ্যে কোনও অশান্তির বাতাবরণ যাতে না ছড়ায় তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েনের উপর জোর দেওয়া হয়েছে। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *