Breaking News

‘মমতাদির ‌নির্দেশ অমান্য করার মতো আমার ঘাড়ে মাথা নেই‌’‌, শোভন চট্টোপাধ্যায়ের মন্তব্যে নয়া গুঞ্জন রাজনৈতিক মহলে!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজনীতির ময়দান থেকে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল মমতার স্নেহধন্য ‘কানন’ তথা শোভন চট্টোপাধ্যায়ের | কিন্তু আবার তিনি রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চলেছেন বলে গুঞ্জন। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভূতপূর্ব সাফল্য আবার তাঁকে কাছে টেনে আনছে বলে সূত্রের খবর। সুতরাং সব ঠিক থাকলে শোভন চট্টোপাধ্যায়কে আবার একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে বলে গুঞ্জন তৈরি হয়েছে। কারণ সম্প্রতি শোভনের বাড়িতে গিয়েছিলেন অরূপ বিশ্বাস ও কুণাল ঘোষ। তাই প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেসে ফিরছেন নাকি? এই প্রশ্ন তাঁকে সরাসরি করাও হয়েছিল। শোভন চট্টোপাধ্যায় তা শুনে বলেন, ‘‌কোনও রাজনৈতিক বৈঠক হয়নি। কুণাল দা আমাদের বাড়িতে আগেও এসেছেন।’‌ তবে কুণাল এবং অরূপের আগে আসা এবং এখন আসার মধ্যে পার্থক্য আছে। একুশে জুলাইয়ের মঞ্চে যদি শোভন চট্টোপাধ্যায়কে দেখা যায় তাহলে সেটা রাজনীতিতে বড় খবর হয়ে দাঁড়াবে।বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় জেলে, শোভন চট্টোপাধ্যায় অনেক আগেই দল ছেড়েছেন, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাতে বেহালার সাংগঠনিক ভিত অনেকটাই নড়বড়ে হয়েছে তৃণমূলের। তাহলে কি শোভনের হাতে নতুন করে দায়িত্ব দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? হাতে আর বাকি কটা দিন,তারপরই ২১ জুলাই। ইতিমধ্যেই ধর্মতলা চত্বর সরেজমিনে খতিয়ে দেখেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এই আবহে শোভন চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, একুশে জুলাইয়ের মঞ্চে আপনি যাবেন? জবাবে তাঁর বক্তব্য, ‘‌দেখুন একুশে জুলাই আমরা কেউ ভুলতে পারি না। আমরা যাঁরা পুরনো কর্মী, একুশে জুলাই উপস্থিত থাকার জন্য মন কাঁদবেই। তবে এটুকু বলতে পারি যাওয়ার মতো পরিস্থিতি হলে নিশ্চয়ই চলে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ই তাঁর চোখ কান খোলা রাখেন। তিনি অত্যন্ত অভিজ্ঞ, দক্ষ নেত্রী। তিনি যদি মনে করে দায়িত্ব দেবেন, তিনি যদি কোনও সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, তাহলে সেই নির্দেশ অমান্য করার জন্য আমার ঘাড়ে মাথা নেই।”তবে শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে ফিরলে বিধায়ক রত্না চট্টোপাধ্যায় এবং তাঁর বাবা মহেশতলা পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক দুলাল দাস কতটা মেনে নেবেন সেটা নিয়ে সন্দিহান সবপক্ষই। লোকসভা নির্বাচনের সময় দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের প্রচারে গিয়ে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের মঞ্চে যদি শোভন চট্টোপাধ্যায়কে দেখা যায় তাহলে সেটা রাজনীতিতে বড় খবর হয়ে দাঁড়াবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *