Breaking News

বঙ্গভঙ্গ ইস্যু মিলিয়ে দিল শুভেন্দু-মমতাকে!বঙ্গভঙ্গের বিরোধিতায় শুভেন্দুর প্রস্তাব মেনে নিলেন মমতা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিনে বেনজির সৌজন্যের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ বিধানসভা। একযোগে পশ্চিমবঙ্গের উন্নয়ন অঙ্গিকারবদ্ধ হল শাসক ও বিরোধী।এদিন বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পেশ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন বিধানসভা অধিবেশনে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী । প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হতেই শাসক এবং বিরোধীর বাগ্‌যুদ্ধে বার বার উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। এদিন বিধানসভায় বাংলা ভাগ প্রসঙ্গে মমতা বলেন, পশ্চিমবঙ্গ এক থাকবে। রাজ্যকে ভাগ হতে দেব না। শুভেন্দু বলেন, বিজেপি বাংলা ভাগ চায় না।মমতা বলেন, বাংলা ভাগ ইস্যুটি স্পর্শকাতর বিষয়। বিরোধী দলনেতা যা বলেছেন তাতে আমি কিছু কথা যোগ করতে চাই। প্রথমত পশ্চিমবঙ্গ এক থাকবে। বাংলাকে ভাগ হতে দেব না। আসুন সবাই মিলে এই প্রস্তাব নিই। বিরোধী দলনেতাও একটা প্রস্তাব দিয়েছেন। রাজ্যের প্রস্তাব কিছুটা সংশোধন করে গ্রহণ করা হোক। আমি মনে করি রাজ্য শক্তিশালী হলে কেন্দ্র শক্তিশালী হবে। রাজ্য এবং কেন্দ্র একে অপরের সঙ্গে হাত মিলিয়ে চলবে। তিনি আরও বলেন, ইউ পি,বিহার এরপর বাংলা বড় রাজ্য। বাংলা সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে। আমরা কেন নর্থ ইষ্ট কাউন্সিলে যাব। বাংলা নাসা থেকে ভাষা সব জায়গায় আছে। আমি সব জায়গায় যেতে পারি আপনি ডাকুন আপনার বাড়িতেও যেতে পারি। এককাপ চা খেতে যেতে অসুবিধা কোথায় অনন্ত মহারাজের কাছে। অপনাদের কাছে কোনও প্রস্তাব থাকলে আমাদের প্রস্তাব নিয়ে শুভেন্দু যা বলল তা দিয়ে পাঠানো হোক। অখন্ড বাংলা হোক। আমরা বা়ংলা ভাগ চাই না।বিধানসভায় অভিভক্ত বাংলা নিয়ে সওয়াল করেন শুভেন্দু অধিকারী। এ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘১৮৫ এ এর আগেও আলোচনা হয়েছে। আমরা বিজেপির পক্ষ থেকে পরিস্কার জানিয়েছি বাংলা ভাগ হোক সেটা আমরা চাই না। আজকের প্রস্তাবের বয়ান একটি রাজনৈতিক লিফলেট এর মতো। সরকার ১০০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে। তাই তাদের আরও বেশী সংবেদনশীল হওয়া উচিত ছিল। আমার প্রস্তাব তার একটি ভাষা পরিবর্তন করুন। পশ্চিমবঙ্গ বিধানসভা অবিভক্ত পশ্চিমবঙ্গ তৈরি হোক। আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, কেন্দ্রশাসিত অঞ্চল বা আলাদা রাজ্য এ সব চাই না। দলগত ভাবে আমি এটা বলতে পারি।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *