Breaking News

মমতার বড় সিদ্ধান্ত!সরকারি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে এবার অবসরপ্রাপ্ত সেনা ও পুলিশকর্তারা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আর জি কর কাণ্ডে রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। হাসপাতালে চিকিত্‍সক-নার্স সুরক্ষায় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, তখন পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। নিলেন বড় সিদ্ধান্ত। স্রেফ কলকাতা নয়, জেলাতেও সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ ও মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে এবার নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রাক্তন সেনা, বায়ুসেনা অফিসার বা পুলিশের অবসরপ্রাপ্ত অফিসাররা| নবান্ন থেকে জারি করা হল বিজ্ঞপ্তি।জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদেরও ওই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার, নায়েব সুবেদার, ক্যাপ্টেন, মেজর পদমর্যাদার অফিসাররা হাসপাতালের সিকিউরিটি অফিসার পদের জন্য আবেদন জানাতে পারবেন। একইভাবে গত দু’বছরের মধ্যে পুলিশের ইন্সপেক্টর, ডিএসপি বা অতিরিক্ত পুলিশ সুপার পদের যে সব অফিসার অবসর নিয়েছেন, তাঁরা শারীরিক ভাবে ফিট থাকলে হাসপাতালের সিকিউরিটি অফিসার পদের জন্য আবেদন করতে পারবেন। জেলা পুলিশ সুপারদের ও রাজ্য পুলিশের কর্তাদের এ ব্যাপারে ইচ্ছুকদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে ২৪ অগস্টের মধ্যে সেই তালিকা চূড়ান্ত করে যেন নবান্নে পাঠিয়ে দেওয়া হয়। সরকারি হাসপাতালের প্রস্তাবিত ওই সিকিউরিটি অফিসারদের বেতন বা পে স্কেল কী হবে তা অবশ্য এখনও জানানো হয়নি। শুধু বলা হয়েছে, এ ব্যাপারে অর্থ দফতরের গাইডলাইন অনুসরণ করে বেতন কাঠামো স্থির করা হবে। এদিকে আর জি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত হয়ে খুন ও ধর্ষণের মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সেই মামলার শুনানিতে রাজ্য সরকারকে ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। আর জি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। তারই মধ্যে সরকারি হাসপাতালে সিকিউরিটি অফিসার নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *