দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আনন্দপুরে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। স্বভাবতই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ কলকাতার এই এলাকায়। আরজি করে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনা নিয়ে যখন গোটা শহর তোলপাড়, তারই মাঝে ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। তার মধ্যে এই ঘটনা | প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুন করে ওখানে দেহ ফেলে রাখা যাওয়া হয়েছে।এদিন সকালে প্রাতঃভ্রমণকারীরা দেখেন, রাস্তার ধারে ঝোপের আড়ালে এক মহিলার দেহ পড়ে রয়েছে। সারা শরীর জুড়ে অজস্র আঘাতের চিহ্ন। তবে তিনি এলাকার বাসিন্দা নন বলেই দাবি করেছে স্থানীয়রা। অন্য কোথাও খুন করে আনন্দপুর এলাকায় দেহ ফেলে যাওয়া হয়েছে বলে দাবি তাদের।ঘটনাস্থলে গাড়ির চাকার দাগও মিলেছে৷ ময়নাতদন্তের পরই মৃত্যুর আগে যুবতীর উপরে কোনও ধরনের নির্যাতন হয়েছিল কি না, তা বোঝা যাবে৷ এমনিতেই আরজি কর কাণ্ডে তপ্ত রয়েছে পরিস্থিতি। তার মধ্যেই শহরের বুকে আরও এক মহিলার দেহ উদ্ধার ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।