দেবরীনা মণ্ডল সাহা :- রানাঘাটে ১১২ ফুট দুর্গা পুজোর অনুমতি ফেরালেন নদিয়ার জেলাশাসক। তাঁকে সিদ্ধান্ত নিতে বলেছিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার জেলাশাসক জানান, বিদ্যুৎ দফতর, দমকল, পুলিশ, বিডিও এবং রানাঘাট এসডিও এই আবেদন বাতিল করেছে। অতএব, হাইকোর্টে ঝুলে রইল ১১২ ফুট প্রতিমা পুজোর ভাগ্য|
সোমবার দুপুরে পুজোর অনুমতি মামলার পরবর্তী শুনানি | এই দুর্গা প্রতিমা তৈরির বিষয়টি নিয়ে জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল এই প্রতিমার ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার সবটাই নেবেন জেলা শাসক। সেই মতো উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়। তবে বৃহস্পতিবার জেলাশাসকের তরফে জানিয়ে দেওয়া হয়, এই পুজোর অনুমতি দেওয়া যাচ্ছে না। কেন অনুমতি দেওয়া যাচ্ছে না তার সাপেক্ষেও নির্দিষ্ট কারণ জানিয়ে দেওয়া হয়েছে। জেলাশাসকের দফতরের তরফে জানানো হয়েছে, দমকল, পুলিশ, বিডিও, রানাঘাট এসডিও, বিদ্যুৎ দফতরের তরফে কোথাও কোনও রকম অনুমতি মেলেনি। সেকারণে আর এই প্রতিমা তৈরির অনুমতি দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে এই ১১২ ফুটের প্রতিমা আর করা যাবে না। এদিকে বিভিন্ন দফতরের তরফে তাদের সমস্যার কথা জানিয়ে দেওয়া হয়েছে। বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছে, যত পরিমাণ বিদ্য়ুৎ খরচের কথা বলা হয়েছে সেই পরিমাণ বিদ্যুতের যোগান দেওয়া সম্ভব নয়। দমকল দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগের বছরের পুজো ও জমির অনুমতি পত্র জমা দিতে হবে। অন্যদিকে পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি। পুলিশের তরফে বলা হয়েছে এই প্রতিমা দেখতে বিরাট ভিড় হবে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই প্রতিমা দেখতে বিরাট ভিড় হতে পারে। সেক্ষেত্রে পদপিষ্ঠ হওয়ারও সম্ভাবনা রয়েছে। ১২ ফুট রাস্তার উপর এই মণ্ডপ তৈরি হয়েছে। সেক্ষেত্রে মণ্ডপের যে আকার সেই মাপের ক্ষেত্রে রাস্তাটা আরও প্রশস্ত হওয়া দরকার। সেকারণেই এই পুজোর অনুমতি দেওয়া যাচ্ছে না। তার সঙ্গেই বিসর্জনের সময় বিরাট প্রতিমা নিয়ে যদি শোভাযাত্রার আয়োজন করা হয় সেক্ষেত্রে আরও বিরাট সমস্যা হতে পারে। সেকারণে পুলিশের তরফে এনিয়ে অনুমতি দেওয়া হয়নি।