Breaking News

সন্দীপ ঘোষের বাড়ির একাংশ কি বেআইনিভাবে নির্মিত?নোটিস দিল কলকাতা পৌরসভা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বেআইনি নির্মাণের অভিযোগ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে নোটিস কলকাতা পুরসভার। আগামী সপ্তাহের শুরুতেই পুরসভার আধিকারিকরা তাঁর বেলেঘাটার বাড়িতে পর্যবেক্ষণে যাবেন বলে চিঠিতে জানানো হয়েছে। এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ বলে কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে।শুক্রবার বেলা ১২টার কিছু পরে কলকাতা পুরসভার ২ কর্মী সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির পাঁচিলে নোটিশ সাঁটিয়ে দিয়ে আসেন। কলকাতা পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ৮৩ নম্বর বদন রায় লেনের বাসিন্দা সন্দীপ ঘোষ। সিআইটি মোড়ের কাছে বিশাল চার তলা অট্টালিকা তাঁর। বালাজি নিবাস নামে সেই অট্টালিকারই একাংশ অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলে গত ১০ সেপ্টেম্বর কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে অভিযোগ দায়ের করেন স্থানীয় এক বাসিন্দা। সেই অভিযোগের তদন্তে নেমে কলকাতা পুর আইনের ৫৪৪ নম্বর ধারায় নোটিশ দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে। নোটিশ দিয়েছেন কলকাতা পুরসভার জনৈক এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার। নোটিশে উল্লেখ করা হয়েছে সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে সেখানে পরিদর্শনে যাবেন পুরসভার আধিকারিকরা। নোটিশে সন্দীপ ঘোষ ছাড়াও নাম রয়েছে তাঁর স্ত্রী সংগীতা ঘোষের। অভিযোগকারী জানিয়েছেন, তাঁর অভিযোগের ভিত্তিতে যে তদন্ত শুরু হয়েছে সেকথা নোটিশ দিয়ে তাঁকে জানিয়েছে পুরসভা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *