প্রসেনজিৎ ধর, কলকাতা :- আন্তর্জাতিক মঞ্চে আরও এক সাফল্য পেল রাজ্য সরকার। প্যারিসে আন্তর্জাতিক ডেয়ারি ফেডারেশন স্বীকৃতি দিয়েছে রাজ্যের ডেয়ারি সংস্থা ‘সুন্দরীনি’কে। এই খুশির খবর সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুন্দরবন এলাকার বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠী সম্মিলিতভাবে ‘সুন্দরীনি’ নামের একটি দুগ্ধ সমবায় তৈরি করে। অল্প পরিসরে পথচলা শুরু করে সেই দুগ্ধ সমবায় ক্রমে মহীরুহে পরিণত হয়েছে। বর্তমানে দক্ষিণ ২৪ পরগনার প্রায় সাড়ে ৪ হাজার মহিলা এই সুন্দরীনির সঙ্গে যুক্ত। প্রতিদিন প্রায় ২০ হাজার লিটার দুধ উৎপাদন করে ‘সুন্দরীনি’ নামের এই দুগ্ধ সমবায় সংস্থা। একই সঙ্গে উৎপন্ন হয় প্রায় ২৫০ কেজি দুগ্ধজাত পণ্য। শুধু ২০২৩-২৪ অর্থবর্ষে ‘সুন্দরীনি’র আয় ছিল ৪ কোটি টাকা।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”আমরা সুন্দরবনের মহিলাদের সাফল্যে উচ্ছ্বসিত। সুন্দরীনি দুগ্ধ সমবায়ের সঙ্গে যুক্ত মহিলা এবং আধিকারিকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি।” একই সঙ্গে তিনি এও জানান, শুধু ২০২৩-২৪ অর্থবর্ষে ‘সুন্দরীনি’র আয় ছিল ৪ কোটি টাকা। দুধ উৎপাদনের পাশাপাশি প্রতিদিন এই সংস্থা উৎপন্ন করে প্রায় ২৫০ কেজি দুগ্ধজাত পণ্যও। মমতা এও জানিয়েছেন, আন্তর্জাতিক ডেয়ারি ফাউন্ডেশনের ‘ডেয়ারি ইনোভেশন’ সম্মানে সম্মানিত করা হয়েছে ‘সুন্দরীনি’কে। গোটা বিশ্বের মোট ১৫৩টি ডেয়ারি সংস্থা ওই সম্মানের জন্য আবেদন করেছিল। তাদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে বাংলা।