Breaking News

‘দরকার হলে আবারও অনশনে বসব’,হাসপাতাল থেকে ছুটি পেয়েই অনশন নিয়ে বার্তা দিলেন জুনিয়র ডাক্তার পুলস্ত্য!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শনিবার নীলরতন সরকার হাসপাতাল থেকে ছুটি পেলেন জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্য। এদিন দুপুরে হাসপাতাল থেকে ছুটির পরই পুলস্ত্য জানালেন, দুই-তিন দিনের মধ্যেই তিনি আবার আন্দোলনমঞ্চে যাবেন।
অনশনের নবম দিনে অসুস্থ হয়ে পড়েন জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্য। ১৩ অক্টোবর তাঁকে নীলরতন সরকার হাসপাতালে ভর্তি করা হয়। সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ, শনিবার দুপুর ৩টে নাগাদ ছুটি পেলেন তিনি। কদিন পর আবার আন্দোলন মঞ্চে ফিরে আসবেন বলেও জানান তিনি।এদিকে শনিবার দুপুরে ‘ন্যায়বিচার যাত্রা’ শুরু হয়েছে। সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত ‘ন্যায়বিচার যাত্রা’র মিছিল করা হয়। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের বললেন, ‘‌সময়ে আসতে হবে। ১০ জনের বেশি যেন কেউ না যান।’‌ পাল্টা জুনিয়র ডাক্তারেরা বলেন, ‘আমরা সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকে যাব। উনি আমাদের দাবি মেনে নিন। আমরাও কাজে ফিরতে চাই। নির্দেশিকা বের করার জন্য গত ১৪ দিন ধরে বসে আছি।’‌ তবে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পুলস্ত্য আচার্য জানিয়ে রাখলেন, আগামী দিনে প্রয়োজন পড়লে তিনি আবার অনশনে বসবেন।‘আমরণ অনশন’ করে হাসপাতালে ভর্তি হওয়া অনুষ্টুপ মুখোপাধ্যায়েরও শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁকেও হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে শনিবারই। তবে কয়েকটি জটিলতা থাকায় আরও কিছু দিন হাসপাতালে পর্যবেক্ষণে থাকতে হবে তনয়া পাঁজাকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *