Breaking News

জোকা-বিবাদীবাগ মেট্রোর কাজ শুরুতে বাধা নেই!গাছ না কেটেই করা যাবে মেট্রোর কাজ,নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রসেনজিৎ ধর,কলকাতা :- জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পের কাজের জটিলতা আপাতত কাটল। বুধবার এই নিয়ে বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে, নতুন করে কাজ শুরু করাতে কোনও বাধা নেই। তবে গাছ কাটা বা গাছ কেটে স্থানান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। জোকা – বিবাদী বাগ মেট্রো প্রকল্পে ভিক্টোরিয়া স্টেশন তৈরির জন্য শয়ে শয়ে গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল একটি সংস্থা। কিন্তু কলকাতা হাইকোর্ট সেবিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করে। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মামলাকারী সংস্থা। সেই মামলার শুনানিতে মামলাকারীদের তরফে দাবি করা হয় ৮২৭টি গাছ কাটা হয়েছে। কিন্তু এই তথ্য সঠিক হয়। এই গাছগুলিকে ছাঁটা হয়েছে, কাটা হয়নি। আর যে গাছগুলি উপড়ে ফেলা হয়েছে সেগুলিকে অন্যত্র লাগানো হয়েছে। এভাবে ৯৪টি গাছকে স্থানান্তরিত করা হয়েছে। সলিসিটর জেনারেল জানান, মেট্রোর কাজের জন্য নতুন করে গাছ কাটার দরকার নেই। কারণ ভিক্টোরিয়া স্টেশন হবে মাটির নীচে। পালটা মামলাকারীদের আইনজীবী বলেন, গাছ প্রতিস্থাপনের বিষয়টি ঠিক নয়। আইন বাঁচাতে গাছ একজায়গায় থেকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসানো হয় ঠিকই। কিন্তু পরিচর্যার অভাবে কোনও গাছই আর বাঁচে না। গোটা দেশে এরকম ভুরি ভুরি নজির রয়েছে।তাঁর কথায়, স্টেশন তৈরির সময়ে নতুন করে পরে গাছ কাটা হতেই পারে। দু-পক্ষের বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট মেট্রোর কাজে হস্তক্ষেপ না করলেও গাছ কাটার ইস্যুতে অনুমতি নেওয়ার কথা বলেছে।
মামলকারী দাবি করেছিলেন, ৭০০-র বেশি গাছ কাটা হয়েছে ইতিমধ্যে। ময়দান এলাকায় সবথেকে বেশি গাছ কাটা হয়েছে। তার ফলে গোটা শহরের ব্যাপক ক্ষতি হচ্ছে বলেও জানানো হয়েছিল। এই প্রেক্ষিতেই গাছ কাটা বন্ধের আর্জি জানানো হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *