Breaking News

ভেস্তে গেল বাম-কং জোট,উপনির্বাচনে রাজ্যের ৬ আসনে প্রার্থী ঘোষণা হাত শিবিরের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগেই প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। এবার রাজ্যের ছ’টি আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। আলিমুদ্দিন সূত্রে খবর, সিপিএম বরাবরই জোটের পক্ষে। তবে প্রবল আপত্তি তোলে ফরওয়ার্ড ব্লক। মূলত, বাম শরিকদের আপত্তিতেই কংগ্রেসের সঙ্গে জোট বাস্তবায়িত হল না। মঙ্গলবার রাতের দিকে পশ্চিমবঙ্গের ছ’টি বিধানসভা কেন্দ্রের (সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালড্যাংরা) উপ-নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করা হল। অর্থাৎ ছ’টি কেন্দ্রেই চতুর্মুখী লড়াই হতে চলেছে। আর সেই পরিস্থিতিতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটের আশা চিরতরে শেষ হয়ে গেল কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বাংলার ৬ বিধানসভা উপ-নির্বাচনের কংগ্রেসের প্রার্থী কারা?
১) সিতাই: হরিহর রায় সিনহা।

২) মাদারিহাট: বিকাশ চম্প্রমারি মেরি।

৩) নৈহাটি: পরেশনাথ সরকার।

৪) হাড়োয়া: হাবিব রেজা চৌধুরী।

৫) মেদিনীপুর: শ্যামলকুমার ঘোষ।

৬) তালড্যাংরা: তুষারকান্তি সন্নিগ্রাহী।

কংগ্রেস যেখানে নিজেরাই ছ’টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, সেখানে সিপিআইএম স্রেফ একটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে। হাড়োয়া কেন্দ্র ছেড়ে রাখা হয় আইএসএফের জন্য। তাতে প্রার্থীও দিয়েছে আইএসএফ। সিতাইয়ে লড়াই করছে ফরওয়ার্ড ব্লক। মাদারিহাটে লড়ছেন আরএসপি প্রার্খী। মেদিনীপুরে সিপিআই প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে। নৈহাটিতে তো বামেদের সমর্থনে লিবারেশন লড়াই করছে।
যদিও এরকম পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেজন্য কংগ্রেসের তরফে বামেদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে সূত্রের খবর। সূত্রের খবর, আলিমুদ্দিন স্ট্রিটে ফোন করেছিলেন স্বয়ং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। হাতে হাত মিলিয়ে বিধানসভা উপ-নির্বাচনের লড়াইয়ের বার্তা দিয়েছিলেন। তা নিয়ে তৎপরতা শুরু করেছিল আলিমুদ্দিন স্ট্রিট। শেষপর্যন্ত অবশ্য লাভ হয়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *