দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যজুড়ে বেসরকারি হাসপাতালের রমরমা। শহর থেকে শুরু করে গ্রামীণ এলাকাতেও গত কয়েক দশকে বেসরকারি হাসপাতালের সংখ্যা বেড়েছে বহুগুণে। অনেক ক্ষেত্রেই এসব বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়ে চিকিৎসকের ফিজ ছাড়াও বাড়তি টাকা গুণতে হয় রোগীকে। তবে এবার এই বাড়তি টাকা নিয়ে রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন তাঁদের অবস্থান স্পষ্ট করেছে।চিকিৎসকের ফিজ ছাড়াও অনেক বেসরকারি হাসপাতাল বারবার রোগীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফিজ বাবদ কখনও আড়াইশো আবার কখনও ৩০০ টাকা নেয় বলে অভিযোগ। তবে এবার স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বারবার রেজিস্ট্রেশন ফিজের নামে রোগীর কাছ থেকে টাকা নেওয়া যাবে না। প্রথমবার রোগী যখন ডাক্তার দেখাতে আসবেন সেই একবারই নেওয়া যাবে রেজিস্ট্রেশন ফিজ।রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের বক্তব্য, ‘‘রেজিস্ট্রেশন চার্জ সমস্ত বেসরকারি হাসপাতাল নেয়। একবার তা নেওয়াই যায়। কারণ প্রতিটি বেসরকারি হাসপাতালে একটা রোগীর তথ্য ভাণ্ডার মেইনটেইন করতে হয়। কোনও রোগী যখন প্রথমবারের জন্য কোনও বেসরকারি হাসপাতালে দেখাতে যান তার নামে একটা ইউনিক পেশেন্ট আইডি তৈরি হয়। তার পরে যতবার সেই রোগী সংশ্লিষ্ট হাসপাতালে আসবে সেই ইউনিক আইডি-র মাধ্যমেই চিকিৎসা চলে। আইডি টাইপ করলেই বেরিয়ে আসে রোগী আগে কোন অসুখ নিয়ে এই হাসপাতালে এসেছিলেন।’’ স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘সব হিসেব করে আমরা দেখেছি রেজিস্ট্রেশন চার্জ একবারই নেওয়া যাবে। ছ’মাস বাদে আর নেওয়া যাবে না।’’