Breaking News

আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা শহর জুড়ে!সাড়ে ৪ হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবে গোটা কলকাতায়

দেবরীনা মণ্ডল সাহা :- শেষ হবে ২০২৪। নতুন বছর ২০২৫-কে স্বাগত জানাবে সকলে। প্রত্যেক বছরই এই সময়টা কড়া নিরাপত্তায় মোড়া হয় কলকাতা শহর। বছর শেষে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা শনিবার বিস্তারিতভাবে জানান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এবার শহরজুড়ে সাড়ে ৪ হাজার বা তার বেশি পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন তিনি। পুলিশ কমিশনার জানান, বর্ষবরণ উপলক্ষে শহরের যেখানে যেখানে ভিড় হয়, যেমন চিড়িয়াখানা, জাদুঘর ইত্যাদি জায়গায় পুলিশ মোতায়েন থাকবে। সকলকে আইন মেনে বর্ষবরণ উদ্‌যাপন করার আর্জি জানান মনোজ। তবে উৎসবের মরসুমে মহিলা এবং শিশুদের নিরাপত্তার দিকে বেশি নজর থাকবে। অসুস্থ, বয়স্ক বা অ্যাম্বুল্যান্সের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, তা-ও পুলিশের নজর রাখবে।
মত্ত অবস্থায় বা বেপরোয়া ভাবে গাড়ি চালালে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মনোজ। শুধু তা-ই নয়, শ্লীলতাহানি বা মহিলাদের সঙ্গে অভব্য ব্যবহারের অভিযোগের উপরও নজর থাকবে। ৩১ এবং ১ জানুয়ারি কলকাতায় সাড়ে চার হাজার পুলিশ মোতায়েন থাকবে বিভিন্ন জায়গায়। বর্ষবরণ উপলক্ষে যে হেতু পার্ক স্ট্রিট এলাকায় বেশি ভিড় হয়, তাই সেখানে পুলিশের বিশেষ নজর থাকবে। সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। অপরাধ দমন শাখার দলও থাকবে নিরাপত্তার দায়িত্বে।শনিবার সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার বলেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, তারামণ্ডল এবং যত পিকনিক স্পট আছে সব জায়গায় পুলিশ থাকবে। পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশও থাকবে। একই সঙ্গে রাতে স্পেশ্যাল টিম থাকতে চলেছে। যেখানে বেশি জমায়েত হবে, যেমন পার্কস্ট্রিট সেখানে বেশি পুলিশ থাকবে। তিনি এও জানান, ৪ হাজার ৫০০ পুলিশ থাকবে সারা শহরজুড়ে। ৩১ জানুয়ারি এবং ১ তারিখ পর্যন্ত এই সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।বছরের এই সময়টা অধিকাংশ দুর্ঘটনা ঘটে। তা প্রতিরোধেও ব্যবস্থা নিচ্ছে পুলিশ। জানানো হয়েছে, ১৫টি জায়গায় স্পেশ্যাল নাকা চেকিং চলবে। টু হুইলারের জন্য মা ফ্লাইওভারে কোনও বিধিনিষেধ না থাকলেও গতি নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশের এসটিএফ টিমও তৈরি থাকবে সর্বদা। সম্প্রতি কলকাতা তথা রাজ্য থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে। শুক্রবার আবার পার্কস্ট্রিট এলাকা থেকে একজন পাকড়াও হয়েছে। এই অবস্থায় বছর শেষে হোটেলগুলিতেও যে কড়াকড়ি করা হবে তা স্বাভাবিক। সেই নিয়ে নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *