Breaking News

অভিষেক বন্দোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টা!কোচবিহারের বিজেপি বিধায়ককে পুলিশি তলব

প্রসেনজিৎ ধর, কলকাতা :- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টার ঘটনায় এবার কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ককে তলব করল কলকাতা পুলিশ। বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে তলব করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ।আগামী ৩ দিনের মধ্যে থানায় হাজিরা দিতে বলা হয়েছে।গতকাল রাতে ই-মেল করে পাঠানো হয়েছে নোটিস। ঘটনায় তিন জনকে কিড স্ট্রিটের এমএলএ হস্টেল থেকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের দাবি হোস্টেলের ওই ঘর কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের নামে বুক করা হয়। অভিষেকের নাম নিয়ে ফোন করে কালনা পুরভার পুরপ্রধানের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ছক কষা হয়েছিল বলে অভিযোগ। তবে কালনা পুরসভার চেয়ারম্যানের তৎপরতায় শেষ পর্যন্ত ধরা পড়েছে তিনজন। সূত্রের খবর, বৃহস্পতিবার কালনা পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা আনন্দ দত্তকে ফোন করে ৫ লাখ টাকা দাবি করা হয়েছিল। এমনকী অভিষেক বন্দোপাধ্যায়ের অফিস থেকে ফোন করা হচ্ছে বলেও দাবি করা হয়েছিল। উল্লেখযোগ্য ব্যাপার হল টাকা নিয়ে বিধায়ক হস্টেলে আসতে বলা হয়েছিল।এমএলএ হস্টেলের যে ঘরে ওই তিনজনকে পাওয়া গিয়েছে সেই ঘরটি যেহেতু কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দের নামে বুকিং করা, তাই সেই কারণেই তাঁকে ডেকে পাঠিয়েছে পুলিশ।এই ঘটনা প্রসঙ্গে বিধানসভাপ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “একজন বিজেপি বিধায়কের সুপারিশেই ঘর দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছি। এমএলএ হস্টেলের অফিসিয়াল রেকর্ড থেকে তা জানানো হয়েছে। যাঁকে ঘর দেওয়া হয়েছিল তাঁর নাম, আধার কার্ড নম্বর সব রেকর্ড করা হয়েছে। আমাদের নিরাপত্তার দিক থেকে যতটুকু নেওয়ার আমরা নিই। কিন্তু এটা জানা থাকে না যে কার সুপারিশে কে ভিতরে ঢুকছেন। কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে ভিতরে ঢুকে থাকে তার বিরুদ্ধে আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব।” এরপরই বিজেপি বিধায়কের সুপারিশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পিকার বলেন, “আগে জানি তাঁর চিঠি, সুপারিশের বিষয়গুলি। সব দেখে তারপর সিদ্ধান্ত নেব।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *